For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)— দলিল, পাট্টা সবই আছে বড়বাবু। আপনিই আমাকে এসব
কিছু বন্দোবস্ত করে দিয়েছেন। দেখুন! তৈরী হয়েই এসেছিল গুপীনাথ।
এতদিন ধরে সে শক্তি সঞ্চয় করেছে। এখন থানা পুলিশও তার হাতে।
জমিদারদের কোন প্রভাব-ই আর নেই। তারা এখন একটা বাতিল la
জীব। গুপীনাথ বলে, -- নিজে কাগজপত্র করে দিয়ে এখন অস্বিকার করেছেন। নরনারায়ণ
উত্তেজিত হয়ে ওঠে। — ati নিজের বাড়িঘর নিশ্চয়ই লিখে দিইনি। গুপীনাথ বলে, — কাগজপত্র আছে বলেই দখল নিতে এসেছি বড়বাবু। — দেখাও সেই কাগজ। জালিয়াত কোথাকার | গর্জে ওঠে নরনারায়ণ।
বিজয় বলে, — বাবা উত্তেজিত হবেন না। আপনার শরীর খারাপ। — উত্তেজিত হবো না? এতবড় অন্যায় করবে? গুপীনাথ বলে, সরে যান। সরে যান বড়বাবু। আমি বেআইনী কোন
কাজ করছি না। কাজে বাধা দিলে আমি থানায় খবরও দিয়ে এসেছি তারা
আপনাকে MPVS PAA | — থানা পুলিশ দেখাচ্ছো? তোমার কাগজ CHANG | নরনারায়ণ বলেন, -_ নাহলে বাধাই দেবো। — ওটা কোর্টেই দেখাবো। এ্যাই তোরা থামলি কেন? মাপজোক করে
খুটি পোত। রং আগে এখানে কর্তৃত্ব ছিল নরনারায়ণের | তার এক ডাকে দশবিশ জন HSH
এসে পড়তো। আজ কেউই নেই — তার বিষয় নিজেকেই রক্ষা করতে হবে। তাই বাধা দিতে যায় নরনারায়ণবাবু। এবার গুপীনাথের লোকজন
পুলিশই বাধা দেয়। নরনারায়ণের সামনে এসে থানার অফিসার বলেন, — বাধা দেবেন না। কাগজপত্র ওর আছে। সরে যান। বিজয়ও এসে দাড়িয়েছে বাবার পাশে। গুপীনাথ বলে, — সরে যান, নাহলে দারোগাবাবু ওকে কোমরে দড়ি পরিয়ে থানায়
নিয়ে চলুন। টাকা নিয়ে বিষয় বিক্রী করে বলে করিনি — জোচ্চোর। ১৬