রাশিয়ার চিঠি | Rashiar Chithi

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
>. | মৌ রাশিয়ায় অবশেষে আসা গেল ৷ যা দেখছি আশ্চর্য ঠেকছে। অস্ত কোনো দেশের মতোই নয়। একেবারে মূলে প্রভেদ। আগাগোড়া সকল মানুষকেই এর] সমান করে জাগিয়ে তুলছে। — চিরকালই মানুষের সভ্যতায় এক দল অখ্যাত লোক থাকে, তাদেরই সংখ্যা বেশি, তারাই বাহন; তাদের মানুষ হবার সময় নেই ; দেশের সম্পদের উচ্ছিষ্টে তারা পালিত । সব চেয়ে কম খেয়ে কম প'রে কম শিখে বাকি সকলের পরিচর্যা করে; সকলের চেয়ে বেশি তাদের পরিশ্রম, সকলের চেয়ে বেশি তাদের অসম্মান | কথায় কথায় তারা! উপোসে মরে, উপরওয়ালাদের লাথি-বাটা খেয়ে মরে-- জীবন যাত্রার জন্য যত কিছু সমযোগ স্থবিধে সব-কিছুর থেকেই তারা বঞ্চিত | তারা সভ্যতার পিলসুজ, মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাড়িয়ে থাকে--- উপরের সবাই আলো পায়, তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে 1) আমি অনেক দিন এদের কথা ভেবেছি, মনে হয়েছে এর কোনো উপায় নেই। এক দল তলায় না থাকলে আর-এক দল উপরে থাকতে পারে না, অথচ উপরে থাকার দরকার আছে। উপরে না থাকলে নিতান্ত কাছের সীমার বাইরে কিছু দেখা যায় না; কেবলমাত্র জীবিকানির্বাহ্‌ করার জন্যে তো মনুষাত্ব নয়। wate জীবিকাকে অভিক্রম করে তবেই তার সভ্যতা । সত্যতার সমস্ত শ্রেষ্ঠ ফসল অবকাশের CHT STATE |) মানুষের সত্যতায় এক অংশে অবকাশ TH করার দরকার আছে। তাই ভাবতুম, যে-সব মানুষ শুধু অবস্থার গতিকে নয়, শরীর-মনের গতিকে নীচের তলায় কাজ করতে বাধ্য এবং সেই কাজেরই যোগ্য, যথাসম্ভব তাদের শিক্ষা স্বাস্থ্য সুখ সুবিধার জন্যে চেষ্টা কর৷ উচিত।



Leave a Comment