For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)পেতেও দেরি হয় না । দ্বিধা ও অনিশ্চয়তার অনেক কিছু আছে | তা থাকুক | বড়দলের
ছোট ভাই এই গোসাবা | বাদা আছে, ডিঙি আছে, আর বন্দুকও ভাগ্যক্রমে হাতে এসে গেছে । তা পাশি বা
বে-পাশি বন্দুক হোক । বে-পাশি বন্দুক কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, তার খবরাখবর
আগেভাগেই অনিলের A হয়ে আছে বড়দল থাকা কালে । কাজেই অনিলের পক্ষে
গোসাবায় আস্তানা গাড়তে কোনোই বেগ পেতে হয় নি । শরণার্থী তাকে হতে হয়নি-_-এই
গর্বেই coffe) সে গর্ব অনিলের চোখে-মুখে সর্বত্র ফুটে থাকতো | দুটি প্রাণীর জীবন-যাপনের জন্য কোনোদিন চিস্তাম্বিত হয়নি, আজও নয় | বনের অঢেল
সম্পদ তো ওর নাগালের মধ্যে । সুন্দরবনের মানুষের মনে বনের সম্পদ আহরণের ব্যাপারে
কোনও ACH বা দংশন নেই | আইন মোতাবেক যাই হোক, এই কাজ ওরা কখনও
অন্যায়ের মধ্যে ধরে না। এবং এই কাণগুকারখানায় একে অপরকে সাহায্য করতে ওরা কার্পণ্যও করে না | কাজেই
অনিলের জীবনটা ক'বছরের মধ্যে গোসাবায় 'সহজ হয়ে এসেছে | সহজ হয়ে এলে হবে কি, অনিলের মনের দুটি আবেগ ওকে স্থির থাকতে দেয় AT
ছেলেবেলার কবি-কবি ভাব এখুন গোসাবার গানের আসরে আশ্রয় নিয়েছে | গান মানে ওর
কাছে ভাটিদেশের ভাটিয়ালি গান | সে গানে সুরের PHI ও লহমার ওস্তাদি না থাকলে
কি হবে, দীর্ঘ কপালে চন্দন-ফোঁট! টেনে হালকা বাবরি চুলের জটগুলি দোলা দিয়ে গলা
ছেড়ে ঢেউয়ের দোলার মতো ভাটিয়ালির টান যখন দেয় তখন আশপাশের লোকেরাও
"তন্ময় না হয়ে পারে না। বিশেষ করে গোসাবার ডাক্তারবাবু | ডাক্তারবাবুকে এই গের্দের
সবাই খুব শ্রদ্ধা-ভক্তি করে | সবারই তিনি প্রিয় । এই ডাক্তারবাবুই মনিলের গানের সেরা
সমজদার | তা হলে কী হবে ? ডাক্তারবাবু তো সবাই নয় | অনিল এই অঞ্চলের সর্বমানুষের কাছে
প্রতিষ্ঠিত হতে চায় । তাদের সবার কাছেই 'শাবাশ' পেতে চায় । কিন্তু সুনদরবনাঞ্চলে
বনের উপর আধিপত্য না দেখাতে পারলে প্রতিষ্ঠিত হওয়া দায় | তখন শীতকাল | হিমেল সন্ধ্যায় যে যার ঘরে এসে পড়েছে | বেদেও মা-র কাছে এসে
গেছে। ভারী হাসিখুশি আর কথায় কথায় ছড়া কাটছে | --ী রে বেদে! আজ কী হল তোর ? এত খোশমেজাজ কেন ? --আছে, আছে, কাল এক মজার ব্যাপার আছে | --কিসের মজা রে! কেন, কাল বুঝি মেয়ে দেখতে যাবি? --_তা দেখাদেখির আর কি আছে ! তুই তো বেদে, তোর সব মেয়েকেই ভালো
লাগবে | আমি আর পারি না, কত কাল একা”একা তোর হাঁড়ি Cera! মা-কে হতাশ করে দিয়ে বেদে বললো, -__কাল যাবো বনভোজনে | -__বনভোজন ! —al, ঠিক বনভোজন ati বাদায় কি বনভোজন হয় ! যাবো হরিণ-শিকারে | --সেটা আর নতুন কথা fee সে তো তুই রোজই যাচ্ছিস! Al, সে-শিকার না। সে তো যাই বে-পাশি বন্দুক নিয়ে লুকিয়ে শিকার করতে । কাল
যাবো বিয়ের বরযাত্রীর মতো | জনা বারো যাবো। ডাক্তারবাবু যাবেন, বড় ইস্কুলের
মাস্টাররা যাবেন, আরও অনেকে যাবেন | সঙ্গে থাকবে তিন-তিনটে বন্দুক । তা ছাড়া
আমার SHB । ২২