বনফুল উপন্যাস সমগ্র [খন্ড-৩] | Banaphool Upanyas Samagra [Vol. 3]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
আমার সাহিত্যের আস্বাদ পায় নাই, তবু কেন যে ভালবাসিত আমাকে, তাহা জানি না। ইহাদের অনেকের কথা পরে আমি আমার হাটেবাজারে প্রন্থে লিখিয়াছি।” শুধু 'হাটেবাজারে' উপন্যাসে নয়, আরো বেশ কিছু উপন্যাসে ও অজস্র ছোটগল্পে বিহারের এ অঞ্চলের প্রচুর মানুষ বনফুল সুগভীর অনুরাগে উজ্জ্বল চেহারায় উপস্থাপিত করেছেন। জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে তারা বনফুলের মমতাময় সাহিত্যে দেখা দিয়েছে। ABS এ উপন্যাস সম্পর্কে একটু ঝুঁকি নিয়েও হয়তো বলা চলে ডাক্তার সদাশিবকে কেন্দ্র করে একটি মূল কাহিনীর বিন্যাস লেখক ঘটালেও আসলে অজস্র চরিত্রের ছোট ছোট জীবনচিত্র ছোটগঞ্পেরই উপকরণ বলে স্বীকৃত হতে পারে। মূল কাহিনীকে বিস্তারের বদলে লেখক যেন পারিপার্শ্বের মানুষগুলো সম্পর্কে আগ্রহী ছিলেন eit বিখ্যাত গুপন্যাসিক জ্যান্থনি ট্রোলেপে যেন এ মনোভাব্েরই প্রতিধ্বনি করেছেন উপন্যাস সম্পর্কে বলতে গিয়ে, ‘But the novelist has other aims than the elucidation of his plot. He desires to make his readers so intimately aquainted with his characters that the creations of his brain should be to them spe ‘king, living, human characters. This he can never do unless he knows those fictitious personages himself, and he can never know them well unless he can live with them in the full reality of established tntimacy. They must be with him as he lies down to sleep and as he wakes from his dream He must learn to hate them and to love them বনফুল যেন এ উপলব্ধির প্রতিফলন ঘটিয়েছেন তার সাহিত্যকর্মে, বিশেষ কর 'হাটেবাজারে' উপন্যাসটিতে। তিনি পারিপার্শ্বের তথাকথিত অকিঞ্চিৎকর মানুষগুলোকে শুধু দেখেননি, অনুভবও করেছেন, তাদের সুখ-দুঃখের সঙ্গে অনুরাগে বিরাগে cw ভাবে দিনযাপন করেছেন এবং তুলির অভ্রান্ত টানে তাদের Afar GIS কার তুলেছেন। এভাবেই ভাগলপুব মোটর ওয়ার্কসের মালিক অমল মুখোপাধ্যায় হাটেবাজারের মধ্যে এসে গেছে “কমল” নামে। “...মোটর মিস্ত্রিদের মধ্যে অনেক চরিত্র আমার মনে দাগ কাটিয়া গিয়াছে। তাহাদের চরিত্র আমার গল্পে, উপন্যাসে আসিয়া পড়িয়াছে [ পশ্চাৎপট ]। এসব চরিত্রের মধ্যে উজ্জ্বলতম হল ড্রাইভার আলী | 'হাটেবাজারে*”-র সদাশিব ডাক্তারের ড্রাইভারের নাম ছিল আলী ৷ বনফুলের ড্রাইভারের নামও ছিল আলী। আলী সম্পর্কে আত্মজীবনীতে বনফুল জানিয়েছেন, 'অনেক রকম ড্রাইভার আমাকে রাখিতে হইয়াছে। কিন্তু আলীই আমার মনে দাগ রাখিয়া গিয়াছে। এ চরিত্রটি আমি আমার 'হাটেবাজারে” গল্পে অঙ্কিত করিয়াছি। .....সে কখনই প্রভুর কথার উপর কথা বলিত atl তাহার মধ্যে একটা মুসলমানী আদবকায়দাও আমাকে মুগ্ধ করিত।” অন্যত্র লিখেছেন, 'আমার হাটেবাজারে বইটির ড্রাইভার আলী সত্য চরিত্র, কাল্পনিক নহে।' আলীর মতোই wea চরিত্র তার অন্যান্য সাহিতারকর্মের সঙ্গে 'হাটেবাজারে”-র মঞ্চেও চিরত্তনতা পেয়ে গেছে। তারা হয়ত সকলে আলীর মতো প্রকৃত নামে বনফুলের রচনায় আসেনি, কিন্তু কাল্পনিক এগারো



Leave a Comment