চন্দন বনে বসন্ত | Chandanbane Basanta

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
'সায়েন্স সিটিতে” বিকাশ বললেন, 'দুটো কার্ড 'পেযেছি।' ইন্দ্রাণী দ্বিধায় পড়লেন। কয়েক CPS! তারপর নিচু গলায় বললেন, “Cr “কিভাবে যাবেন? সোজা পৌছাতে FATA?” 'আমি তো কখনও যাইনি । 'তাহলে ঠিক পৌনে ছটায় তৈরী থাকবেন, আমি আপনাকে তুলে নেব।' তুলে নেব! কথাটা খট করে কানে বাজল, মনে হল এখনই ফোন করে একটা অজুহাত দেখানো উচিত। এ কিরকম কথা। এরকম কথা তোক বিকাশ কখনও বলেন নি। এ সময় যে মেয়ের ফোন আসবে কল্পনা করেননি। কী করছ?” 'আমার আর কী করা! “বিকাশবাবুর খবর কী !' “ফোনে কথা হয়। আজ রবিশংকরের প্রোগ্রাম শুনতে যাবেন ।' 'বাঃ। তুমি যাবে না? তোমায় বলেননি 2” “বলেছিলেন, কিন্তু-॥” কিন্তু কী? যাও, খুব ভাল লাগবে। বয়স হয়েছে, আর কতদিন বাজাবেন তার তো নিশ্চয়তা নেই ।' 'ওঁর একটা কথা আমার ভাল লাগেনি। কি ভাবে যাব এ প্রসঙ্গে বললেন, রেডি হয়ে থাকতে উনি তুলে নেবেন।' “তো কী হয়েছে? “তুলে নেবেন মানে? কথাটা কোনও মহিলাকে বলা উচিত?” হো হো করে হাসল মেয়ে, 'মা, তুমি না মাঝে মাঝে এমন উদ্ভট wl করো! ছেলেরা তো এমন .কথা হামেশাই বলে। এই তো, ও ফোন করেছিল, শপিং-এ যাব, আমায় কোথেকে তুলবে! তুমি এর মধ্যে অশোভন ব্যাপার খুঁজছ কেন? না মা, তোমার থেকেও বড় হয়েও উনি অনেক আধুনিক | যাও, না বলো ay’ মেয়ের কথা শোনার পর অস্বস্তিটা কাটল। জামাই মেয়েকে যে ভাষায় কথা বলে বিকাশবাবুর তাকে সেই ভাষায় বলাটা ঠিক কিনা তা নিয়ে যে ভাবনা মনে আসছিল আপাতত সেটাকে সরিয়ে রাখলেন | ১৪



Leave a Comment