For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)১৮ কার বস্তু কেবা হরে, কার বস্তু কার করে.
কেবা কারে দান করে, কেবা দান লয়।
দুনিয়ার মাঝে বাবা কিছু কিছু AHH যোগে সদা অনুযোগ, ভোগে মাত্র কর্মতভোগ,
তবু পাপ আশা রোগ, সাম্য নাহি হয়।
জলে নাহি তেল মিশে, তথাচ না ভাঙে দিশে বিষম বিষয় বিষে, কিসে সুখোদয়।
দুনিয়ার মাঝে বাবা কিছু কিছু নয়।। কি হেতু সংসার-সৃূত্র, কোথা পিতা কোথা পুত্র,
কোথা ছিলে, যাবে কুত্র, বল মহাশয়।
না ভাবিয়া পরকাল, আপনার কর কাল, বৃথা সুখে হর কাল, নাহি কাল-ভয়।
দুনিয়ার মাঝে বাবা কিছু কিছু নয়।। কারিগুরি বছতর, দৃশ্য বটে মনোহর,
কলে বদ্ধ কলেবর, দেহ যারে কয়।
সে কল বিকল হবে, তুমি নাহি তুমি রবে তুমি রব রবে রবে, কবে লোকচয়।
দুনিয়ার মাঝে বাবা কিছু কিছু নয়।। রমণী-বচন মদ, পান ACH গদগদ,
তুচ্ছ করি ব্রশ্মাপদ, প্রফুল্লহৃদয়।
অবশেষ বোধশূন্য, স্বভাবে স্বভাব WE, কোথা তার থাকে পুণ্য, পাপে হয় লয়।
দুনিয়ার মাঝে বাবা কিছু কিছু নয়। কারে বল সুচতুর, তুমি বটে বাহাদুর,
যত দেখ ভরপুর, ভরপুর নয়।
সুখ লাভ করিবার, বস্তু নয় পরিবার, দুখে কাল হরিবার, হেতু সমুদয়।
দুনিয়ার মাঝে বাবা কিছু কিছু নয়।। হিসাবের পথ সোজা, ঠিক কেন দেহ গৌজা,
সহজেই যায় বোঝা, ভার বোঝা নয়। তব ভ্রম পরিহরি, মুখে বল হরি হরি,
কৃতাস্তকুঞ্জর হরি, হরি দয়াময়।।
দুনিয়ার মাঝে বাবা কিছু কিছু নয়। নয়ন মুদিলে সব SRST II