আয়ুবের সঙ্গে | Ayuber Sange

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
প্রথমে ছিল কালে] একটা বিন্দু। পশ্চিমাকাশের সেই বিন্দুটা ক্রমেই বড় হয়ে উঠতে লাগল। কানাকানি পড়ে গেল এয়ারপোর্টে | সিকিউরিটির লৌহবেষ্টনী আরও শত্ত হয়ে উঠল। এতক্ষণ যারা ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন এদিকে ওদিকে, ছোট-ছোট এক-একটা চক্র রচনা! করে পরিচিত বন্ধুবান্ধবদের সঙ্গে গল্পগুজব করছিলেন, মুহূর্তে ana আপন জায়গায় এসে টাাড়িয়ে গেলেন তারা। অফিসাররা তাঁদের নেকটাইয়ের ফাাসের উপরে একবার হাত বুলিয়ে নিলেন; অফিসার-গৃহিণীর| তাদের চুলের উপরে। ডিপ্লোম্যাটর| তাঁদের টুপির ভঙ্গিমাটিকে আর-একটু দুরস্ত করে নিলেন; পুলিম-অফিসাররা তাঁদের বেপ্টের বঁধুনিকে । মনে-মনে হয়ত সম্ভাব্য সম্ভাষণের উচ্চারণটাকে আর-একবার ঝালিয়ে নিলেন সকলেই। এগুলি হল লাস্ট- মিনিট টাচ | সাবাদিকদের a আছে টুপি, না আছে বেণ্ট, না আছে অন্য- কিছু । থাকবার মধ্যে আছে শুধু একটা পেনসিল। অগত্যা সেই পেনসিলটাকেই বাগিয়ে ধরে তাঁরা তৈরী হয়ে রইলেন। আয়ুব ha প্লেন আসছে। প্লেন এল । চার ইঞ্জিনের SRG) মস্ত বড় ছুই ডানাকে দুদিকে প্রসারিত করে দিয়ে, এয়ারপোর্টের উপরে একটা চক্কর দিয়ে, নীচে নেমে এল ৷ আমার পাশেই দাড়িয়ে ছিলেন এক শ্বেতাঙ্গ সাংবাদিক | এতক্ষণ তিনি একটিও কথা বলেননি। এবারে বললেন। প্রপেলারের গর্জন বন্ধ হবার পর শুধু সংক্ষিপ্ত একটি মন্তব্য করলেন। পারফেন্ট ল্যাণ্ডিং। তার কথার আমি জবাব দিইনি। আমি শুধু দেখছিলাম,



Leave a Comment