স্বনির্বাচিত তারাপদ রায় | Swanirbachita Tarapada Roy

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
আসা, তারপর পাকা চার ঘণ্টা খালি পেটে দাঁড়িয়ে থাকা, শুধু দাড়িয়ে থাকা নয়, Gore, লাফানো অবশেষে এই খেলা শেষ হওয়ার দশ মিনিটও বাকি নেই একটা বল ঢুকে গেল গোলের মধ্যে, গোল লাইনের উপরে ইীরালাল মুখার্জি হা করে SH হয়ে তাকিয়ে আছেন। বীদিকের গোল পোস্টটার দিকে-_হারু এখন আর কিছু ভাবতে পারছে না, এত বড়ো Taher দুর্ঘটনা, এত বড়ো আশাভঙ্গের ঘটনা হারুর উনিশ বছরের জীবনে আর ঘটেনি। হারু মাঠের মধ্যে একবার নীলুকাকার দিকে ত:কাল। নীলমাধব ভট্টাচার্য তখন মাথা নিচু করে হতভম্ব স্থির দাঁড়িয়ে, অভিলাষ ঘোষ তাঁর পাশে গিয়ে কী একটা বললেন, তাতে যেন সীলুকাকার সম্বিত ফিরে এল। দ্রুত পায়ে নিজের জায়গায় গিয়ে দীড়ালেন। মোহনবাগান সেন্টার করেছে। হালদার বাড়ির গদাইদা পাশে দীড়িয়ে ছিলেন, তার সঙ্গেই হারু এসেছে। গদাইদার প্রবল উৎসাহ, কিন্তু এই মুহূর্তে নিতান্ত মনমরা, হারুকে বললে, চল হারু, অনেকটা হাঁটতে হবে। আর দেখে কি হবে?' ঠিক সেই মুহূর্তে অঘটন ঘটল। ইস্ট ইয়র্কের গোলকিপার দানবের মতো চেহারা, যেমন লম্বা তেমনি চওড়া হাতের AME দশটা লোকের সমান যে বোকার মতো ফ্যালফ্যাল করে দেখছে শিবদাস ভাদুড়ি তাকে পরাজিত করে গোল শোধ করে দিয়েছে। র্যাম্পার্টের আর মাঠের অর্ধেক লোক যারা তখন নিরাশ হয়ে বাড়ি ফিরবার উদ্যোগ করছিল, তারা পাগলের মতো ছুটে এল। হঠাৎ উত্তেজিত হয়ে উঠল জনতা। কে যেন ভিড়ের মধ্যে একটা ট্যাশ সাহেবকে পেছন থেকে লাথি ঝাড়ল। অন্যদিকে একটা গোরা সার্জেন্ট একটা ঘোড়া চালিয়ে দিল একদল দর্শকের মধ্যে দিয়ে, বলা বাহুল্য সেই দর্শকেরা কেউই সাদা-চামড়া নয়। গদাই হালদারের সঙ্গে হারুর আর ফেরা হল না, কে ফিরবে এই রুদ্ধশ্বাস মুহূর্তে ? দম বন্ধ, নাড়ি বন্ধ, হৃৎপিণ্ডের আন্দোলন বন্ধ পাঁচ মিনিট। পাঁচ মিনিটের বেশি কষ্ট দিলেন না শিবদাস wight, ইস্ট ইয়র্কের সাহেবগুলোকে পাশ কাটিয়ে একটা Ie বল তুলে দিলেন কিংবদন্তির অভিলাষ ঘোষের পায়ে, দানব ক্রেসি কিছুই করতে পারল না, যে দুই হাত দিয়ে সে বল ধরে সেই দুই হাত দিয়ে নিজের মাথা চাপড়ে গুম মেরে গেল। রেফারির বাশিতে শেষ হুইসল বাজল। ততক্ষণে সমবেত জনতা উত্তেজনায় অধীর হয়ে উঠেছে। শেষ বীশি বাজতেই গদাই হালদার শূন্যে একটা সাড়ে তিন হাত লাফ দিয়ে পড়লেন, একদল অচেনা লোকের উপরে। তারাও তখন লাফাচ্ছে। কেউ কিছু মনে করল না। মাথার উপরে দু হাত তুলে হাজার হাজার লোকের সঙ্গে BPS লাফাতে লাগল, নাচতে লাগল। ১৮



Leave a Comment