স্বর্ণলতা | Swarnalata

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
স্মর্ণলতা 3 ক্ষান্ত হননি, নগাওতে বদলি হয়ে আসার বছর খানেক আগে বিষ্ণুপ্রিয়া দেবী নামের একজন ব্রাহ্মণ বিধবাকে তিনি বিয়েও করেছিলেন। কিন্তু তার ব্যাক্তিত্ব, পান্ডিত্য ও সরকারী উচ্চপদের জন্য তাকে প্রকাশ্যে একঘরে করার সাহস কারও হয়নি। বরং তার ব্যক্তিত্ব আর কাজকর্মের কথাই সকলের মুখে মুখে ফিরত। তাঁর পরিবারের বাকি সবাইও সবার কৌতূহলের বিষয় হয়ে পড়েছিল। সেই জন্যেই গুণাভিরামের ছোট মেয়ে স্বর্ণলতার রান্নাবাটি খেলার দৃশ্যটি আরও হাজারো মেয়ের রান্না করার মতো হলেও দ্রষ্টব্য বস্তু হয়ে উঠেছিল। মিশন স্কুলের মেয়েদুটি তার দিকে অবাক হয়ে তাকিয়ে ছিল। স্বর্ণলতাও মুখ তুলে তাদের HAA | তারপরে খেলা বন্ধ করে সে আঙে আস্তে উঠে দাড়ালো। এই মেয়েদুটিকে তাদের পেটের সামনে দিয়ে যাওয়া - আসা করতে স্বর্ণলতা প্রায়ই CATA | তাদের সম্পর্কে জানতে তার খুবই ইচ্ছে করে। কিন্তু নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে তার সংকোচ হয়। মেয়েদুটিও কিছুক্ষণ তার দিকে তাকিয়ে তাকিয়ে আস্তে আস্তে চলে গেল। ওরা চোখের আড়াল হওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণলতা একটু সময় কিছু - একটা ভেবে নিয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। দুই “বিশ্বক্টার' নামটা যদিও কোন প্রাচীন কালের মুনি - খযির আশ্রমের ছবির কথা মনে পড়িয়ে দেয়, আসলে কিন্তু বাড়িটার গড়ন সে -যুগের সাহেবী শাসকদের বাড়ির ব্যবহারিক জ্ঞানেরই পরিচয় CHA | ইংরেজরা যখন প্রথম আসামে এসে দেখতে পেল যে একটানা বৃষ্টি আর বন্যার জন্যে বছরের বেশির ভাগ সময় নিচু জমিগুলি জলে ডুবে থাকে, তখন তারা স্থির করলো যে এখানে থাকতে গেলে তার উপযুক্ত বাড়ি হবে ব্রাহ্ম দেশীয় বাড়িগুলোর মত Up উচু খুঁটির ওপরে বানানো “টের ঘর'। আসামের গ্রামের লোকেরা বর্ষার সময় দুঃখ - কষ্ট AB করে জলে ডুবে থেকেও কেন GH জায়গায় বাড়িঘর তৈরী করে না বা মিছিংদের মতো টঙঘরে কেন থাকে না, এই কথা ভেবে বিদেশীরা আশ্চর্য হয়ে AS | 'অরুণোদই,' কাগজে একজন আমেরিকান পাদ্রী লিখেছিলেন: সাম বা THOT এবং অন্যদেশে বসবাসকারী লোকেরা উঁচু করে বানানো টঙঘরে থাকে; অসমীয়ারাও সেই রকম ৩/৪ হাত উচু করে যদি টঙঘর বানায়, তাহলে অনেক দিক দিয়ে ভালো হবে, আর এখনকার চেয়ে জ্বর-টর ইত্যাদি নানারকম রোগব্যামো কম হবে। আর জাতিকুলের কথা ভেবে যদি তারা ইতঃস্তত করে, তাহলে ভাত রান্নার জন্যে একটি ছোট ঘর নিচু জমিতে তৈরি করতে পারে, কিন্তু থাকা, শোওয়া বা জিনিষপত্র রাখার জন্যে টঙঘর যথার্থই ভালো।



Leave a Comment