বনফুল রচনাবলী [খণ্ড-১৬] | Banaphool Rachanabali [Vol.16]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
পশ্চাংপট 4 stetcra পিঠে আমায় চড়াইতে ater করিত না। বাবা wea কোথাও বাহিরে যাইতেন, তখন তাহার সহিত যাইবার os আমি খুব বায়না করিতাম। বাবা মাঝে মাঝে আমাকে তাঁহার কোলের কাছে সামনে বাইয়া কিছুদূর লইয়া গিয়৷ আবার নামাইয়া দিতেন, ইহার একটা অস্পষ্ট ছবি মনে জাগিতেছে। তখন আমার বয়স কত ছিল মনে নাই, AVTS ছয় সাত VAT! এই সময়কার আরও কয়েকটি আবছা ছবি মনে আছে৷ কয়েকটি কুকুরছান, কয়েকটি খরগোল (দেশী এবং বিলাতী ), একঝ'ক পায়রা, শালিক পাখী, foal পাখী আর এক থাচা শাদা বিলাতী Baa | জীবজন্ত পোষার খুব ঝোক ছিল ছেলেবেলায়। ইহাদের কেন্দ্র করিয়াই ছেলেবেলায় অনেক উৎসাহ উদ্দীপনা অনেক at বিষাদ আমার চিত্তকে আবর্তিত করিয়াছে কুকুরগুলি ary সবই প্রায় দেশী কুকুর ছিল। গ্রামে কোথাও কুকুরের বাচ্চা হইয়াছে শুনিলেই সেখানে যাইতাম এবং একটি বাচ্চাকে মনোনীত sian আসিতাম। তাহার পর প্রত্যহ গিয়া দেখিতাম্‌ বাচ্চাটিকে। প্রায় মাস খানেক পরে gy ছাড়িবার পর তাহাকে বগলদাবা করিয়া বাড়ি লইয়৷ আসিতাম একদিন । তাহার পর তাহাকে তেজী করিবার জন্য তাহার গলায় একটি দড়ি athe উঠানের এক্ধারে বাধিয়া রাখিয়া দিতাম। সে তারত্বরে ata গ্রামে চিৎকার করিতে থাকিত। তাহাকে লইয়াই সারাদিন ব্যস্ত থাকিতাম। তাহার পর ক্রমশ: তাহার সহিত ভাব হইয়া যাইত ৷ মা সাধারণত কুকুরকে ঘরে বা বারান্দায় ঢুকিতে দিতেন qi রাজ্রে Say বারান্দার একধারে একটা কেরোসিন কাঁঠের বাকসে তাহাকে vers দিতাম, মা তাহাতে আপত্তি করিতেন না। ছেলেবেলার কয়েকটি কুকুরের নাম এখনও মনে Bie বাঘা, কার্লো, টম। বাঘা ছিল ইলছে রঙের কুকুর, গায়ে মাঝে মাঝে কালোর ছিটেফোটা ছিল ৷ বাঘার কথা খুব স্পষ্ট মনে পরিতেছে না। মা নাকি বাঘাকে একটু সমীহ করিয়া চলিতেন। সে একাদশীর দিন উপবাস করিত । মায়ের ধারণা ছিল বাঘা কোন অভিশাপগ্রস্ত মহাপুরুষ । কার্লোর কথা খুব মনে আছে। কালে রঙের বেশ বলিষ্ঠ কুকুর ছিল সে । মুখটা খুব স্চালো, কান ছুটি খাড়া খাড়া। “bal afer তাহাকে বুনো স্তয়োরের চবি খাওয়াইয়াছিল। পচনার ধারণা ছিল কার্লোর বলিষ্ঠতা, সাহসিকতা ও তেজস্বিতা সবই নাকি ওই বুনো শুয়োরের চবি হইতে উদ্ভুত। কার্লে সতাই খুব coat কুকুর ছিল৷ দ্বম্বযুদ্ধে নে পাড়ার সব কুকুরকে পরাজিত করিয়া চ্যাম্পিয়ন” হইয়াছিল। পাড়ার কোন কুকুর পারতপক্ষে তাহার সম্মুখীন হইত না। Crate হইয়া পড়িলে মাথা নীচু shan পিছনের পা দুটির ভিতর লেজ ঢুকাইয়া অত্যন্ত করুণভাবে zwei স্বীকার sel কালেোঁর বীরত্ব ও সাহলিকতা প্রধানত দেখা ষাইত ছাগলদের বিরুদ্ধে। আমাদের বাড়ীর ছাতায় নে কোন ছাগলকে ঢুকিতে দিত ন!। তাহাকে বড় বড় থালীকে a করিয়া ফেলিতে দেখিয়াছি। সে geal fam একেবারে ঘাড় কামড়াইয়] ধরিত। একবার একটা ছোট পাঁঠাকে মারিয়াই ফেলিয়াছিল। আমের লময় কালে আমাদের বাগানের



Leave a Comment