বনফুল রচনাবলী [খণ্ড-২৪] | Banaphool Rachanabali [Vol.24]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
আশাবরী 3 ওরা কিন্তু ছাড়বে না। মেরেই চলেছে। তারপর পূলিস এল | ও সরে গেল সেখান থেকে। গেল একটা খবরের কাগজের স্টলে । সেখানে কাগজগুলো উল্টে “নিরুদ্দেশ প্রাপ্তি' অংশটা দেখল | রোজই দেখে | না, তার মামা তার খোঁজে কোন বিজ্ঞাপন দেয় নি। চলে গেল হাঁটতে হাঁটতে | হাঁটতেই লাগল SALAH | তারপর একটা চানাচুরওলার দেখা COT | চানাচুর কিনল খানিকটা | তাই চিবুতে চিবৃতে আরও খানিকক্ষণ হাঁটল | পা ব্যথা করতে লাগল। বসে' পড়ল শেষে ফুটপাথের ওপরই একটা বাড়ির দেওয়ালে ঠেস RCH | || Qt চিত্তরঞ্জন আ্যাভিনিউ দিয়ে হাঁটাছল। পাশে সামনে পি ছনে লোক চলছে। স্তী-পূরুষ, বালক-বালিকা, যৃবক-যুবতী, প্রৌঢ়-প্রৌঢ়া। নানা রঙের পোশাক পরা। অধিকাংশই সাহেবী পোশাক | কেউ কাউকে চেনে না। সবাই চলেছে নিজের ধান্দায়। রাস্তার উপর ট্রাফিক জ্যাম । হর্ন বাজাচ্ছে মোটরগৃলো | একটা সাইকেল ট্রিং ট্রিং ট্রিং করতে করতে এগিয়ে এল ৷ তার ওপর বসে আছে এক অদ্ভূত মূর্তি । মাথায় গান্ধী টুপি, গায়ে লাল কামিজ, পরনে কালো চোং প্যান্ট। তার পি ছনে তাকে জড়িয়ে বসে MT ছ একটা মেয়ে তার মাথায় চুল বব্‌ করা, চোখে কাজল, বড় বড় দাঁত ওপরের ঠোঁট দিয়ে ঢাকবার চেষ্টা করছে। হতভাগা _ ছাঁড়াটা দাঁড়িয়ে পড়ল সেখানে | জ্যাম হওয়ার জন্যে সাইকেলটা আর চলছিল AT! এক পা মাটিতে রেখে সাইকেলটাকে কেৎরে দাঁড়িয়ে ছিল গান্ধী টুপি | মেয়েটাও নেবো ছল | 'সমস্ত দিন খাই নি aT’ হাত পেতে দাঁড়াল সে মেয়েটার কাছে। মেয়েটা ঘাড় অন্য দিকে CHATS | তখন দেখা গেল তার ঘাড়ে একটা কালো জড়ূল আছে i জড়ূলের উপর পাউডার লেগেছে একটু | ছোঁড়াটার অকারণে মনে হল, চুল AT না করলে জড়ূলটা ঢাকা পড়ত | মোটর হর্নদিচ্ছে চারদিকে | নানা জাতের হর্ন | শ্‌ধৃ মানুষের নয়, শব্দেরও ভিড় হয়ে গেল চারদিকে | হঠাং খুব জোরে জোরে — বাজতে লাগল। MACHA FEAT | একগাদা লোক রাস্তা থকে উঠে পড়ল ফুটপাথের উপর। একটা লেবৃওলা eke লেবুর পশরা বিচিয়ে arnt ear | সে হা- হা করে উঠল জোরে | তার লেবুর উপর দিয়ে লোক চলেছে। BAT খেয়ে সে শুয়ে পড়ল CATT উপর | তারপর তার কি হল সে আর দেখতে পেলে না। ননতার ধাক্কায় সে ছিটকে গেল। VHS ATH করল সেই জড়ুলওয়ালা মেয়েটা আর নেই | সে দাঁড়িয়ে আছে একটা মেওয়ার দোকানের সামনে | সামনেই একটা প্রকান্ড জ্যাম্‌। কাজুবাদাম। তার খুব প্রিয় জিনিস | চেয়ে রইল খানিকক্ষণ জারটার দিকে | তার চোখে বোধহয় লোলৃপতা ফুটে উঠোঁছল। দাড়িতে মেহেদী লাগানো দোকানদার হঠাৎ ভারি গলায় প্রশ্ন করল-_/ক্যা দেখতো হো ?' BTR |’ “বারো রুপিয়ে কে-জি ।' ছেলেটা দাঁত বের করে ধললে, “ATT SMT হ্‌ । মগর পয়সা নেহি হায়।' দাড়িতে মেহেদী লাগানো লোকটা তখন থেকে ছেটে একটা আয়না আর চিরুনি



Leave a Comment