আত্ম স্মৃতি | Atma Smriti

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
॥ আত্মস্থতি ॥ € এক অনির্বচনীয় রসে মন ভরিয়া যায়। জাতীয় সাহিত্যের সহিত আমার প্রথম পরিচয় এই গনম্ভীরা-গানের সাহায্যেই ঘটে ws একত্রিশ বৎসর পরে মালদহছে সসম্মানে নিমন্ত্রিত হইয়! আমারই নামে বাধা গলম্ভীরা-গান শুনিয়াও চিত্তে সে অনির্বচনীয়তার সঞ্চার হয় নাই। জ্ঞানবৃক্ষের ফল খাইলেও “ata রে সেকাল” বলিয়া আক্ষেপ যে রক্তে-মাংসে গড়া মানুষকে করিতেই হয়, ইহাতে তাহাই প্রমাণিত হইতেছে | আরম্ভ যেখানে যাহার কাছেই হউক, দীনবন্ধু চৌধুরী বা প্রসিদ্ধ দীন পণ্ডিতের পাঠশালার শিক্ষা আমার জীবনে অক্ষয় হইয়া! আছে। সার্থক গুরুমহাশয় হিসাবে তাহার তুলনা এ যুগে তো মিলেই না, সে যুগেও মিলিত না। মালদহের বর্তমান প্রবীণ উচ্চশিক্ষিত ব্যক্তিদের অধিকাংশেরই শিক্ষার পত্তন এই wy পণ্ডিতের পাঠশালায়। WER পণ্ডিতের কাছে কি শিখিয়াছিলাম--সরাসরি এই প্রশ্নের জবাব দেওয়া আজ কঠিন ate আমার সমগ্র জীবনের আলোকে হিসাব খতাইয়া এইটুকু মাত্র বলিতে পারি, তিনি আমাকে বিশেষ যত্নের সহিত Us বা গণিতশাস্ত্র শিখাইয়াছিলেন--- পরবর্তী জীবনে যাহা নিয়মান্ুবতিত| ও বৈজ্ঞানিক যুক্তিবাদে রূপান্তরিত হইয়াছে। পাঠশাল| এবং স্কুল-জীবনে লেখাপড়ায় আমার কৃতিত্ব ছিল অসাধারণ | এই পাঠশালা হইতে নিযম়ন-প্রাইমারী পরীক্ষা fen আমি সমগ্র জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করিয়াছিলাম। অতঃপর স্থানীয় সরকারী জিলা-স্কুলে ক্লাস ফোর এবং ক্লাস ফাইভের হাফ-ইয়ালি পরীক্ষা পর্যন্ত পড়িয়, পিতা পাবনায় ১৯১২ সনে বদলি হওয়ায়, aaa কর্মস্থল বাকুড়ায়-নীত হই । সেখানে ছয় মাস কাল বাড়িতেই পড়াপশুনা] করিয়৷ ১৯১৩ সনের গোড়ায় পাবনা জিলা-স্কুলের ক্লাস সিক্সে ভতি হই। বাধিক পরীক্ষায় প্রথম হইয়া ক্লাস সেভেনের মাঝামাঝি পর্যন্ত পড়িয়া ১৯১৪ সনে দিনাজপুরে উপস্থিত হই এবং সেখানে জিলা-স্কুলে ক্লাস



Leave a Comment