নবীন যাত্রা [সংস্করণ-২] | Nabin Jatra [Ed. 2]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
দালানের ফরাস জুড়ে বিছানা। হাই উঠলেই ery পড়তে হবে এই কড়ারে ইন্দ্রাণী গল্প বলতে রাজি হয়েছেন। হাই না ওঠে, সেজন্য ASF সকলে | জোরালো পাঞ্চ-আলো জ্বলছে। ইন্দ্রাণী তার দেখা নানা জায়গার কথা বলছেন। পুরীর সমুদ্র-বেলার কথা, দার্জিলিং থেকে দেখা কাঞ্চনজজ্ঘার কথা। এরোপেনে একবার মেঘপুঞ্জের মধ্য দিয়ে যাবার সময় হু-হু করে প্লেন অতি-দ্রুত মাটির দিকে নামতে লাগল-সেই রোমাঞ্চকর গল্পও করলেন। তারপর বললেন, আমি একা বক-বক করছি, আর যে কেউ কিছু বলছিস নে? ভূতের গল্প বলতে পারি। শুনবেন? এখানে এক নীলখোলা আছে। সাহেব-ভূত YA বেড়ায় সেখানে-.- সকাল হল। ইন্দ্রাণী এখানেই একটু গড়িয়ে নিয়েছেন। কিন্তু ক্লান্তির চিহ্ন- মাত্র নেই মুখে । যে ক-জন খুমিয়ে পড়েছিল, তাদের ডেকে তুললেন । খিড়কি- পুকুরে দুটো ডুব দিয়ে গরদের কাপড় পরে ASAT এসে বসেছেন আবার | কি কাজে এসে প্রসন্ন মুগ্ব-চোখে ক্ষণকাল তাকিয়ে রইলেন | নিমস্তরিতবর্গকে আহ্বান করে তিনি রলছেন, লক্ষ্মী-সরস্বতীর বিরোধ শুনে থাকেন-_ মিথ্যে কথা। স্বয়ং মা-লক্ষ্মী মা-সরস্বতীর পুজো সাজাচ্ছেন, দেখুন গে যান মশাইরা | ভবতারণ পণ্ডিতের মুখের কথা কেড়ে নিয়ে উচ্চকণ্ঠে salty শ্রুতিগম্য করে বললেন, লক্ষ্মী তো বটেই--যঠী ঠাকরুনও। ছেলেমেয়েদের দঙ্গল নিয়ে কাল থেকে যে ঝক্কিটা. পোয়াচ্ছেনু, আমাদের হলে মাথা খারাপ হয়ে একট) খুন-খারাপি ঘটে CAT | কাছারি-দালান থেকে প্রসাদ-বিতরণ হচ্ছে। দক্ষিণের বারান্দায় একে একে উঠে কাগজের ঠোডায় ফলমূল ও পদ্মপাতায় বীধা মিষ্টান্ন নিয়ে পশ্চিম কোণের সিঁড়ি দিয়ে নেমে যাবে, এই ব্যবস্থা। কিন্তু অতিরিক্ত ভিড় হওয়ার দরুন হুড়োহুড়ি পড়ে গেছে। গোলমাল হচ্ছে বিষম। পুরুতের দক্ষিণাস্ত সেরে ইন্দ্রানী তাড়াতাড়ি কাছারি-দালানের দরজায় এলেন। ১২



Leave a Comment