For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)সেইভাৰে তুলে বললেন, “জানেন আমাদের মত লোক না হলে
কলকাতার পোর্ট চলবে না?” মাত্র এই কথাটা। কথাটা বলে যখন
নেমে গেলেন তখন হাততালি দিতে পর্যন্ত লোকে ভুলে গেল | খুব অস্পষ্ট আর আবছা হলেও ও শেষ কথাটাই ছিল
জমায়েতের কথা। যেন একটা মিঠে গানের মত সেই কথাটাই
লোকগুলো শুনছিল মন দিয়ে এবং সঙ্গে সঙ্গে যে অবিশ্বাসটুকু মাথার
কোণে জমতে পারত সেগুলো! সমবেত স্লোগানে চাপা পড়ে যাচ্ছিল।
সত্যিই কি তারা এতখানি দরকারী ? ইচ্ছে করলেই কি তারা সব কিছু
করতে পারে? খুব অস্পষ্টতাবে এই ধরনের ভাবনা নাড়াচাড়া
করছিল তাদের মনে | বছর পঁয়তাল্লিশেক বয়স কিন্তু চুলগুলো ধবধবে সাদা, মুখের গড়ন
বেশ চোখা এবং চোয়ালের হাড়ের অস্বাভাবিক ছৃঢ়তায় নেহাত হৃদয়"
হীন বলে মনে হতে পারত মানুষটাকে, কিন্তু বৈজ্ঞানিক সত্যেন
বোসের মত এক মাঁথা সাদা রেশমের মত চুল থাকায়
মানুষটার চেহারা বেশ FH | পরনে পা-জামা আর গলাবদ্ধ কোট।
সতাপতি সে, কিন্তু মিটিডের সতাপতিদের চেয়ে অনেক বেশী
হাসিধুশি। লোকটা একটা কথার ওপর বার বার ঘা' দিচ্ছিল যেন
এতগুলো লোকের মধ্যে একটা কথা লুকিয়ে আছে আর সে কথাটা
লোকটি বের করবার চেষ্টা! করছে বারবার। গ্র্যা্ড হোটেলের দিকে
are বাড়িয়ে বেশ গর্বের সঙ্গে হেসে সে বললে, “আজ সাহাব
লোগোকো লাঞ্চ নেহি হুয়া, কিত না তকলিফ !” চুকচুক করে মুখ দিয়ে
আফসোসের AE করে বললে, “ম্যয় তো অভি ডালহৌসি স্কোয়ার সে
আ রহা। বড়া রাস্তামে কেয়া ট্রাম তি নেহি, বাস ভি নেহি, প্রাইভেট
fe cafe) সড়ক কা উপরমে আজ গান! চল রহা।” শেষে গলা ৫