দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত | Deshapriya Jatindra Mohan Sengupta

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
প্রথম জীবন 5 সারাদেশ। শিশির সেনগুপ্ত মারা যান 4 সেপ্টেম্বর, 1977! রেখে যান তীর স্ত্রী আইভি এবং কন্যা আয়েসাকে। শিক্ষা সুশ্রী বালক যতীন্দ্রমোহন ছিলেন নচেতন, সূবোধ, সুদীপ্ত বুদ্ধিতে সুতীক্ষু, বর্ণমালা শিক্ষায় তিনি ছিলেন সূচতুর। স্বাস্থ্যে বলিষ্ঠ ছিলেন বলে সমবয়স্ক বালকদের মধ্যে প্রামীণ খেলাধুলায় ছিলেন waa আগে। তার শিক্ষার আরম্ভ প্রথমে বাড়িতে, গৃহশিক্ষকের কাছে এবং পরে 9 বছর বয়স পর্যন্ত গ্রামের স্কুলে। বছর দুয়েক পর তাকে চট্টগ্রামে নিয়ে গিয়ে SHE করে দেওয়া হয় চট্টগাম কলেজিয়েট স্কুলে। সেখানে দু'বছর অধ্যয়ন করার পর (1894-96) পিতা যাত্রামোহন চট্টগ্রামের প্রতিনিধি হিসেবে বঙ্গীয় বিধানসভায় নির্বাচিত হওয়ায়, এই সূযোগের সুবিধা নিয়ে যাত্রামোহন ছেলেকে নিয়ে যান কলকাতায় এবং ভর্তি করে দেন ভবাশীপুরের সাউথ সুবার্বন স্কুলে। পরে অবশ্য এনট্রান্স পরীক্ষা দেন হেয়ার স্কুল থেকে। যতীন্দ্রমোহনের জীবনে উচ্চাশার উন্মেষ ঘটে এই. সময়েই! স্কুল শিক্ষা শেষ করে তিনি যোগ দেন প্রেসিডেন্সি কলেজে ৷ সেখানে তার সহপাঠীদের মধ্যে ছিলেন ভবিষ্যৎ ভারতের বহু উজ্জ্বল রত্ন, যেমন, বিহারের রাজেন্দ্রপ্রসাদ, পরে যিনি রাষ্ট্রপতি হন; দেবীপ্রসাদ খৈতান, মণিমোহন সেন, জি. সি. সেন, জে এন মজুমদার, সূরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকেই, যাঁরা প্রায় সকলেই পরে আপন আপন CRE স্বনামধন্য হন। এই বিশিষ্ট কলেজে পড়ার সময় তার সৌভাগ্য হয় প্রবীণ অধ্যাপক এম এম পারসিভ্যালের সংশ্রবে আসার — যাঁর বহু ছাত্র পরবর্তীকালে ভারতের জনজীবনে যথেষ্ট সূনাম অর্জন করেন। ব্যক্তিগতভাবে আমি গৌরবান্বিত, কারণ লগুনে 1931 সালে পারসিভ্যাল সাহেরের মৃত্যুর পর তার যে-সব কাগজপত্র আমার হাতে আসে তা থেকে এই সাধু-প্রকৃতি শিক্ষকের বহু গণ্যমান্য ছাত্রের (1885-1911) ₹চ্ষিপ্ত হলেও প্রাণবন্ত পরিচয় পাওয়ার পরম সৌভাগ্য আমার হয়। তাঁদের সকলের মধ্যে নিঃসন্দেহে যতীন্দ্রমোহন ছিলেন সবার শীর্ষে। প্রসঙ্গত? উল্লেখযোগ্য, যাত্রামোহনের ব্যক্তিগত বন্ধু হিসেবে, অধ্যাপক পারসিভ্যাল কেবলমাত্র কলেজে পড়াকালীনই নয়, পরে 1921 সালে যতীন্দ্রমোহন যখন স্বাধীনতা আন্দোলনে একজন বড় নেতা হয়ে ওঠেন তখনও তিনি তার ওপর শস্লেহশীল দৃষ্টি রাখেন। তবে প্রেসিডেন্সি কলেজে যতীন্দ্রমোহনের অধ্যয়ন-কাল ছিল Freres স্বল্প, কারণ তার পিতার আকাঙ্ক্ষা ছিল যেন Bee একটি FER ব্যারিস্টার হয়। সর্ববিষয়ে যতীন্দ্রমোহনের প্রতিভা দেখে তাঁর wes মনে হয়েছিল যে তার এ উচ্চাকাঙ্ক্ষা পরিপূর্ণ করার পক্ষে এই সম্ভানই উপযুক্ত। তাছাড়া, বন্ধু বান্ধব এবং



Leave a Comment