প্রাণের সুর ভাওয়াইয়া | Praner Sur Bhaoyaiya

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ভাওয়াইয়া গায়কদের অত্যন্ত উচ্চমানের গায়ক হিসেবে ধরা হতো । সমাজে তাদের স্থান ছিল অন্য দশজন গায়কের চেয়ে একটু ব্যতিত্রম ৷ অবশ্য এখন তা গ্রহণযোগ্য নয় বরং উল্টোটাই হয়ে থাকে | ভাওয়াইয়া AMS আব্বাস উদ্দিনের পুত্র, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রাক্তন মহা পরিচালক, বাংলাদেশ টেলিভিশনের এক সময়কার উপস্থাপক, বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী জনাব মোস্তফা জামান আব্বাসী বেতার বাংলা জানুয়ারি-মার্চ ৯৮ পত্রিকায় লিখেছেন | মেঠো সুরের গান বলতেই বুঝায় ভাওয়াইয়া গান । তিনি আরো লিখেছেন নারী বিরহের আকুতি, বেদনাহত নারীর SHAS ভাওয়াইয়া | ভাব থেকে ভাওয়া অথবা ভাব-য়াইয়া থেকে ভাওয়াইয়া গানের নামকরণ করা হয়েছে। রংপুরের বিশিষ্ট প্রবীণ নাট্যকার, নাট্যপরিচালক ডা. আশুতোষ দত্ত খুবই জোর দিয়ে বলেন ১৭৮৩ fz নবাব নূর Shea, ভবানী পাঠক ও THA জমিদার জয়দুর্গা দেবী চৌধুরাণী দুর্ভিক্ষ-পীড়িত প্রজাদের বিদ্রোহের পরিচালনার ভার গ্রহণ করেছিলেন | তারা শত্রুর মোকাবেলা করতে তৎকালীন একমাত্র দ্রুত যানবাহন হিসেবে নৌকা ব্যবহার করতেন। ছিপ নৌকা ব্যবহারে এরা ছিল সিদ্ধহস্ত | উক্ত ছিপ নৌকার স্থানীয় নাম ছিল ভাওয়াইল্লা। আর এই ভাওয়াইল্লা পরবর্তীতে হয়েছে 'ভাউলা' ৷ উল্লেখিত ভাওয়াইল্লার মাঝিতে গীত সঙ্গীত 'ভাওয়াইয়া' নামে পরিচিত লাভ করে | তিস্তা, করতোয়া, ধরলা ব্রহ্মপুত্রের জলে ভাওয়াইল্লা অর্থাৎ ছিপ এবং স্থলের বাহন একমাত্র গো মহিষের গাড়ি | তাই ভাওয়াইয়া গানে এই দ্বিবিধ যানবাহনের চলার গতি ও খাদ নির্ভর সুর ভাওয়াইয়া গানে বিধৃত ভাওয়াইয়ার অঞ্চল এখন যদিও ভাওয়াইয়া গান বাংলা ভাষাভাষী এলাকা ছাড়া পৃথিবীর যে কোনও দেশে গাওয়া হয়ে থাকে। বিংশ শতাব্দীতে ভাওয়াইযার অবস্থান ব্যাপক না হলেও একটি বিশেষ অবস্থানে স্থান করে নিয়েছে। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের । অনেক সঙ্গীত বিশেষজ্ঞ মনে করেন ভাওয়াইয়া অঞ্চল বলতে রংপুর দিনাজপুর এলাকাকেই বুঝায় | আসলে তা সঠিক নয়। কেননা ভাওয়াইয়া গান তরাই অঞ্চলের গান তাতে কোনো সন্দেহ নেই । আর রংপুর দিনাজপুর এলাকা তরাই অঞ্চল অবশ্যই নয়। তাহলে তরাই অঞ্চলের সমগ্র অঞ্চল সংগত কারণে ভাওয়াইয়ার অঞ্চল হিসেবে ধরে নেয়া যায়। তরাই অঞ্চল ছাড়াও ভারতের মালদহ, spay, পশ্চিম দিনাজপুর, পশ্চিমবঙ্গ, গোয়ালপাড়া অঞ্চল অর্থাৎ আসাম, বাংলাদেশের বৃহত্তর রংপুর দিনাজপুর রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকা ভাওয়াইয়া গানের অঞ্চল হিসেবে ধরলে ভুল হবে না । ভাওয়াইয়া গানের প্রচার পশ্চিমবঙ্গ কোচবিহারের প্রখ্যাত লেখক, খা চৌধুরী আমানতুল্লা সাহেবের বর্ণনা থেকেই বোঝা যায় যে, ভাওয়াইয়া অন্যান্য অঞ্চলের সঙ্গীতের মতো অনাদিকাল থেকে গীত হয়ে MAS) হয়তোবা ভাওয়াইয়া নামে নয় মৈযালী বা অন্য কোনো নামে । কিন্তু বাইরে জনগণের কাছে এই গান প্রচার লাভ শুরু করে তিরিশের দশক থেকে ১৬



Leave a Comment