মেলা মেশা | Mela Mesha

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
কোথায় যেন লিখেছিলেন, অধিকাংশ মানুষই মারা যায় হয় পরনারীর BY, না হয় করনারির জন্যে | করনারিপরনারি-থাক, ক্যান্সারের বিষয়ে কিছু বলি । সিগারেট খেলে কি ক্যান্সার হয়? এ বিষয়ে সমস্ত স্তরে, সর্বোত্তম বিশেষজ্ঞ থেকে রাস্তার লোক পর্যন্ত সমান তর্কপ্রবণ হয়ে ওঠে। ইয়োরোপে ক্যান্সার-বিশেষ:জ্ঞর এক অধিবেশন হয়েছিল কিছুকাল আগে ৷ সেই অধিবেশনে পৃথিবীর বিশেষজ্ঞরা সমবেত হয়েছিলেন, তুমুল হৈচৈ হয়েছিল সিগারেট খেলে ক্যান্সায় হয় কিনা, তাই মিয়ে। উত্তপ্ত অধিবেশনের শেষে লভাপতির ভাষণ, তিনিও ভুবনবিখ্যাত চিকিৎসক | তিনি বললেন, “সমবেত চিকিৎসকবৃন্দ, আমরা সমস্ত জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা এবং আপনাদের এই তিন দিন ব্যাপী অধিবেশনের Atfasy ও অভিজ্ঞতাপূর্ণ বক্তৃতাবলী একত্র করে একটি মাত্র বাক্যে এই অধিবেশনের পরিসমাপ্তি ঘোষণা করছি। এই সুদীর্ব আলোচনা থেকে আমরা জানলাম যে সিগারেট খেলে গলায় ক্যান্সার হয়, সিগারেট না খেলে পেটে ক্যান্সার হয় ।” কোনো এক অফিসে রাজেন বাবু আজ মাসখানেক অফিসে যাচ্ছেন A! Sta ধারণা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখনো শেষ হয়নি। আমাকে একদিন জিজ্ঞাসা করলেন, যুদ্ধের খবর কি 2 কোন্‌ যুদ্ধ কিসের খবর কিছুই বুঝতে পারলাম না। একটু ভেবে- fore আমি বললুম, 'চীনেরা তো চুপচাপ বসে রয়েছে, ওদের মতিগতি বোবা কঠিন ॥, “আর কদিন চুপচাপ থাকবে না থাকতে পারবে, জাপানীরা ওদের সব খেদিয়ে মঙ্গোলিয়ার ওপারে পাঠিয়ে দেৰে। রাজেনবাবু বিশেষ ' বিশ্বাসের সঙ্গে কথাগুলো বললেন । sR



Leave a Comment