চার-দুনোর চাতুরী [সংস্করণ-১] | Char-dunor Chaturi [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
প্রথম' প্রবাহ 3 কারাধ্যক্ষ কর্ণেল ষ্টাল বলিলেন, “পাগল ! পাগল! তুমি/ক্ষেপিয়াছ ডাক্তার! —al হয় মান্য ভুল করিয়াছ। এরকম অসম্ভব, অসংলগ্ন কথা বলিল” ডাক্তার লরিমার কারাধ্যক্ষের কথায় বাধ! fir বলিলেন, “আমি ক্ষেপি নাই ! আপনি একটু অপেক্ষা করুন, আমি মৃত ব্যক্তির পকেট খুঁজিয়া দেখি হয় ত পকেটে উহার পরিচয়-পত্র পাওয়া যাইবে; তাহা দেখিলেই আপনার অবিশ্বাস দূর হইবে ।_আমি হিউগো চ্যানিংকে চিনি না?” ডাক্তার লরিমার বধ্যমঞ্চে উঠিরা মৃত ব্যক্তির পকেট হাতড়াইতে লাগিলেন। ছুই তিন মিনিট পরে তিনি তাহার পাতলুনের পকেট হইতে কয়েকখানি কাগজের সঙ্গে গাথা পোষ্টকার্ডের মত ae একখানি কাগজ বাহির করিলেন। ce কার্ডে' ছাপার হরফে এই কথাগুলি মুদ্রিত ছিল :-_ “অবিচারে নিরপরাধ ব্যক্তির প্র৷।ণদণ্ড প্রার্থনীয় নহে ।--বিচার-বিভ্রাট রহিত করিবার ay ( to prevent a mis-carriage of justice ) আমরা ফাঁসির আসামীর অদল-বদলের ব্যবস্থা করিলাম। যে ব্যক্তির ফাসি হইল. এই ব্যক্তিই আসল হিউগো চ্যানিং। তিন মাস পূর্বে ইহার aerate প্রচারিত হইয়াছিল, -_তাহা মর্পূর্ণ মিথ্যা । এই ব্যক্তি যে আসল হিউগো চ্যানিং--এ বিষয়ে কাহারও সন্দেহ থাকিলে, সনাক্ত করিবার Ga যে সকল কাগজপত্র পরীক্ষার প্রয়োজন, তাহা দেখিলে সন্দেহ ভঞ্জন হইবে; এইজন্য সেই সকল কাগজপত্র ইহার পকেটেই রাখা হইল ।” কারাধ্যক্ষ ডাক্তার লরিমারের হাত হইতে সেই কাগজওঙগুলি লইয়া! পরীক্ষা করিতে করিতে সেই পুরু কার্ডের সহিত গ্রথিত একখানি ক্ষুদ্র কার" দেখিতে পাইলেন | সেই কার্ডে: কিছুই লেখা ছিল al; কেবল ছুই লারিতে আটটি ছোট ছোট weet বিন্দু ছিল। তাহা 'চার-ছনো' নামক দস্থ্যছলের সাক্কেতিক নির্দর্শন | কারাধ্যক্ষ কর্ণেল Ba, সেই কার্ডে: সেই আটটি গোলাকার fay দেখিয়া সভয়ে bafeal উঠিলেন, এবং উদ্ভ্রান্ত ভাবে ডাক্তার লরিমারের মুখের দিকে চাহিয়| জড়িত স্বরে বলিলেন, “এ যে চার-ঢুনো দলের সাক্কেতিক foe) কি ' সর্বনাশ 1” |



Leave a Comment