আমার স্মৃতিতে ত্রিপুরার কমিউনিস্ট ও গণতান্ত্রিক আন্দোলনের পটভূমিকা | Amar Smritite Tripurar Communist O Ganatantrik Andoloner Patabhumika

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
যাচ্ছিলাম। এসব বিয়য়ে আমার পিতা যজ্ঞেশ্বর দত্ত সবই জানতেন । কিন্ত, তিনি আমাদের বাধা দিতেন না। তিনিও স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করাকে গৌরবজনক বলে মনে করতেন। ota বিষয়, তাঁর মুখে ও নভেম্বর বিপ্লবের কথা শুনেছিলাম বলে মনে পড়ে না। তখন জিপুরার বাইরে সন্ত্রাসবাদী কার্যকলাপ, কংগ্রেসী গণআন্দোলন, বামপন্থী ছাত্র আন্দোলন ইত্যাদি রাজনৈতিক সংগ্রাম চলছিল। ১৯২৯ সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতা বনাম ডোমিনিয়ন স্ট্যাটাসের বিতর্ক প্রবলভাবে ray দিয়েছিনল। আমি কংগ্রেস মণ্ডপে স্থসজ্জিত ভলান্টিয়ার বাহিনী দেখে কংগ্রেসের শক্তি সম্পর্কে চিন্তা করতে থাকি। কারণ আমাদের মন্ত্রাসবাদী নেতাদের মুখে সর্বদা শুনে এই ধারণা হয়েছিল যে কংগ্রেস একটি নিবীর্ আপোষকামী সংস্থা । এ সময় আমার বয়স খুব বেশী নয়। ঘোড়ার পিঠে স্বেচ্ছাসেবক নেতাদের সৈনিক বেশে দেখে স্বাধীনতা যোদ্ধারূপে মনে ছাপ ফেলেছিল | এই কংগ্রেস অধিবেশন পুর্ণ স্বাধীনতার দাবীতে কমিউনিস্টদের (তখল ছিল CRD এও ওয়ার্কাস পার্টি ) নেতৃত্বে এক বিরাট শ্রমিকমোর্চ মও্পের দিকে এগিয়ে আসছিল | কংগ্রেস নেতা, কর্মী ও ভলান্টিয়ারদের মধ্যে যথেঃ চাঞ্চল্য লক্ষ্য করেছিলাম | যতদূর মনে পড়ে আমি তখনও শ্রমিকমোর্চা বিরোধী মনোভাব পোষণ করতাম এইসব US প্রতিঘাতে আমার foe দোদুলামান ছিল | গণআন্দোপনে বিভিন্ন ধরণের প্রতি আমার দুষ্ট: আকৃষ্ট হল এবং গণআন্দোলনের ওপর একট) অস্পষ্ট বিশ্বাস জাগতে ew করেছিল । কিন্তু ARH পার্টির শৃঙ্খলা, প্রভাব এবং প্রচার রোমাঞ্চকর রাজনৈতিক ডাকাতি, ৰ্যক্তিহত্যা প্রভৃতিতে মনকে প্রবলভাবে আচ্ছন্ন করে রেখেছিল | তখনও অনুশীলন ল্মিতির বাইরে আসতে পারিনি। কুমিল্লা ভিক্টোরিয়| কলেজে পড়ার সময় গোপন সংযোগ PHAM HRS BIS আমাকে পালন করতে হয়েছিল । কুমিল্লা ও অআগরতলার সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ রেখে রাজনৈতিক উদ্দেশ্যে ডাকাতি করে অর্থ সংগ্রহের যে উদ্যোগ চলেছিল তার সংযোগ রক্ষাকারীর গোপন ভূমিকা আমাকে পালন করতে হয়েছিল। ১৯৩০ সালে কংগ্রেস স্বাধীনতা প্রস্তাব গ্রংণ করার পূর্বেই ঢেশে যে ব্যাপক গণআন্দোলন ছড়িয়ে পড়ছিল তাকে আমি উপেক্ষা করতে পারিনি, বরং এ সময়ে কুমিল্লাতে কংগ্রেসের তেতরে থেকে যে অংশ রুষক আন্দোলন করতেন তাদের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রেখেছিলাম। কংগ্রেসের অফিসে আমার ১৪



Leave a Comment