টাউন কলিকাতার কড়চা [সংস্করণ-১] | Town Kalikatar Karcha [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ট্যাভার্ন ও কফিহাউস ১৩ লিখেছেন s “কিছুদিন আগে হারমনিক ট্যাভানের একখানি টিকিট পেয়ে আমি সত্যিই খুব পুলকিত হয়েছিলাম। শহরের বাছা-বাছা বড়লোকরা হারমনিকের পৃষ্ঠপোষক। তাঁরা নামের বর্ণাহনক্রমে প্রত্যেকে প্রায় একপক্ষকাল WEA বলনাচ ও সান্ধাভোজের ব্যবস্থা করে থাকেন। শীতকালেই সাধারণত এই AT অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি যে সান্ধ্য অনুষ্ঠানে গিয়েছিলাম, মিঃ টেইলর তার পেট্রন ছিলেন । চমৎকার নাচগান হল সেই রাতে, যা সহজে ভুলব না। মিসেস হেস্টিংসও সেই অনুষ্ঠানে এসেছিলেন, এবং দেরীতে এসে দূরে বসেছিলেন । আমি তাঁকে দেখতেই পাইনি । কিছুক্ষণ পরে মিসেস “জে” আমাকে বললেন, মিসেস ata আমি নমস্কার জানিয়েছি fer আমি বললাম জানাইনি কারণ জানাবার সুযোগ পাইনি। ভদ্রমহিলা চক্ষু feiss করে বললেন, 'সে কি! আপনার সঙ্গে এখনও একবারও চোখাচোখি হয়নি? যদি না হয়ে থাকে তা হলে নিষ্পলক দৃষ্টিতে আপনি সর্বক্ষণ তার দিকে চেয়ে থাকুন, যতক্ষণ না আপনার দিকে তিনি তাকিয়ে দেখেন । তাকালেই আপনার চোখের ' সঙ্গে যখন তার চোখের মিলন হবে, তখনই আপনি তাঁকে অভিবাদন জানাবেন। এইভাবে আপনাকে চান্স” নিতে হবে। আমরা সকলেই তাই নিয়েছি এবং সেইভাবেই তাকে অভিবাদন জানিয়েছি।' অবশেষে আমিও তাই করলাম, অর্থাৎ চোখে চোখ পড়ার “চান্স” নিলাম। ভদ্রমহিলার কথা ফলে গেল। কিছুক্ষণ এক্দুষ্টে তাকিয়ে থাকার পর তার চোখ পড়ল আমার উপর, এবং আমি তাঁকে মাথা হেঁট করে অভিবাদন জানালাম। মিসেস হেস্টিংস সত্যিই খুব চমৎকার মহিলা তিনি আমাদের কাছে উঠে এসে বসে অনেকক্ষণ ধরে আলাপ-পরিচয় করলেন” (জানুয়ারি ১৭৮১) হারমনিক ট্যাভানের খানাপিনা ও আমোদপ্রমোদের ব্যাপার নিয়ে fof সাহেব তাঁর “বেঙ্গল গেজেটে' নির্মম ভাষায় ঠাট্টা fat করতেন। একবার হারমনিকের খাদ্যদ্রব্যের মূল্য নিয়েও গেজেটে তীত্র সমালোচনা



Leave a Comment