সাহিত্য-সৌরভ [ভাগ-৫] [সংস্করণ-২] | Sahitya Sourabh [Pt. 5] [Ed. 2]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
কবীর ৭ rg এাশিখ কবীরকে লজ্জা দিবার জন্য একবার কাশীর ব্রাহ্মণেরা অনেকে আসিয়া তাহার কাছে ভিক্ষা চহিল। নিঃস্ব কবীরের দান করিবার মত কোন সম্পদই ছিল না ; তিনি কি দিবেন ? তখন তাহার কয়েকজন ধনী ভক্ত, ব্রাহ্মণদের প্রচুর ধন দিয়া বিদায় করিলেন। কবীরের এই দানের কথা, তাহার সাধুতার খ্যাতি চারিদিকে ছড়াইয়৷ পড়িল। তখন দলে দলে তাহার কাছে লোক আসিতে লাগিল; কেহ চায় অর্থ, কেহ পুত্র BAA করে, কেহ আরোগ্য fom) করে, কেহ বা শুধু তাহার আশীর্ববাদই চায়। দরিদ্র জোলার জীর্ণ ghia তীর্থে পরিণত হইল; কবীরের শাম্ত-শুদ্ধ জীবনে বাধা পড়িল। তিনি খ্যাতি কামনা করেন নাই ; তিনি চাহিয়াছিলেন ভগবানকে ; কিন্তু এখন ভগবান বিশ্বশুদ্ধ সকলকে তাহার কাছে পাঠাইয়া নিজে কি সেই জনতার আড়ালে দূরে সরিয়৷ যাইবেন ? এই বিপদ হইতে মুক্তি পাইবার জন্য কবীর এক অভিনব পদ্থা স্থির করিলেন । তিনি এমন একটি কাজ করিলেন যে, সকলেই তাহাকে “ছি” “ছি” করিতে লাগিল; চারিদিকে তাহার fal ছড়াইয়! পড়িল । ইন্দ্রজালের মত এক মুহূর্তে যাত্রীর ভিড় কোথায় মিশাইয়] গেল ? কবীর পরমানন্দে ভগবানকে ধন্যবাদ দিয়া! বলিলেন, “আমি ত ইহাই চাহিয়া- ছিলাম ; যখন সকলে আমায় ত্যাগ করিবে, তখন সেই নিভৃতে তোমার আমার মিলন হইবে |”



Leave a Comment