পিরামিডের মাথার মানুষ [সংস্করণ-১] | Pyramider Mathar Manush [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
দিয়ে BAST করে পিচকিরি থেকে জল ছৌোড়ার মতো জল ছু'ড়ছে। হঠাৎ শংকর এমনি ক'রে ভাসতে ভাসতে, জলে ডুবে আবার মাথা তুলে ক্লিওপেট্রার বজরার কাছে এসে জলের মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে ভাসতে থাকে । রানী ক্লিওপেট্রার নজর পড়ল শংকরের ওপর ৷ হাসতে হাসতে শংকরের দিকে চেয়ে ক্লিওপেট্রা যেন হাত নেড়ে তাকে ডাকছেন । শংকরের বিশ্বাস হয় না। মিশরের রানী ক্লিওপেট্রা তাকে ডাকছেন । ওই তো পরিঞ্কার শুনতে পাওয়া যাচ্ছে ক্লিওপেট্রার গলার স্বর। তাকে বলছেন, খুব সাহস তো তোমার, কোন দেশের ছেলে তুমি ? আর শংকরের নিজের গলার স্বরও তো শংকরের কানে যায়। সে স্পঃ উত্তর দিল, আমি ইণ্ডিয়ান। খুব খুশি হলেন যেন রানী ক্লিওপেট্রা । মুখ দেখে শংকরের তাই মনে A] আবার জিজ্ঞাস! করলেন তিনি, এখানে এসেছ কি কাজে ? আর রানীর কথা শুনেই তার চোখ গিয়ে পড়ল পশ্চিম তীরে । ওই: তো সব চেয়ে উচু পিরামিডটার মাথার ওপর বসে সেই সাড়ে-সাত-ইঞ্চির লোকটা হাত-পা দুলিয়ে মাথা নেড়ে নেড়ে ফুচকা খাচ্ছে। সারা দিনে খায় পাঁচশে৷ ফুচকা। WIT! খাইয়ে বটে। সে লোকটার দিকে aie দিয়ে দেখিয়ে দেয়। রানী ক্লিওপেট্রা তাড়াতাড়ি তার কোমরের কাছ থেকে একটা দুরবীন বার ক'রে পিরামিডের দিকে তাকিয়ে থাকেন । তারপরই হেসে লুটোপুটি খান। এইবার শংকর ক্লিওপেট্রার মনের অবস্থা বুঝতে পেরে চেঁচিয়ে বলে,ওই লোকটাকে নামিয়ে আনবার জন্যে আমি এসেছি--শুনছেন? কি যেন একটা বলতে গেলেন ক্লিওপেট্রা তার দিকে ফিরে, শংকর শোনবার আপ্রাণ চেষ্টা করল, কিন্ত কিচ্ছু শুনতে পেল না। কারণ ঠিক এই সময়েই স্বপ্টটা ভেঙে গেল | ১২



Leave a Comment