জয়ন্তী | Jayanti

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
দ্বিতীয় পরিচ্ছেদ > বাড়িতেছিল 1 কিছু রাগও হইতেছিল | রুক্ষ স্বরে সংক্ষেপে কহিলেন, “তোমাকে আমাদের সঙ্গে যাইতে হইবে” অনুচরদিগকে আদেশ করিলেন, “এই স্ত্রীলোককে অশ্বে আরোহণ করাইয়া দুর্গে লইয়া চল 1” বিহারীলাল এতক্ষণ প্রস্তরমৃষ্তির ন্যায় নিঃস্পন্দ চিলেন। এখন একটি মাত্র কথা কহিলেন, “কেন 1?” স্বরে আলস্য নাই, কোমলতা নাই, Shs, তীব্র, স্পষ্ট ক । আকাশপ্রান্তে বিদ্যুৎপ্রভার ন্যায় একবার চক্ষু afer উঠিল । মন্সবদার বিহারীলালের প্রতি চাহিয়া কঠিলেন, “এই রমণী একাকিনী, অসহায়, দুর্গের অস্তঃপুরে আশ্রয় পাইবে ।” বিহারীলাল প্রথম sal কহিতেই রমণী তাহার প্রতি কটাক্ষ করিয়াছিল | এখন অবনত নয়নে তাহার উত্তরের প্রতীক্ষা করিতেছিল। বিহারীলাল মন্সব দারকে কহিলেন, “ইনি একাকিনী হউন, অসহায় হউন, আপনার নিকট আশ্রয় প্রাথন! করেন নাই, স্বেচ্ছায় বাক্যালাপও করেন as ইনি ইচ্ছাপূর্বক যদি আপনার মহলে যাইতে চাহেন সে কথা WH” মন্সব্দার আবার বিহারীলালের দিকে দৃষ্টপাত করিলেন। দৃষ্টি ক্রুর, কুটিল, ওটষাধরের প্রান্তে নিরতার রেখা প্রস্তরে লৌহ-রেখার ন্যায় স্পষ্ট। তিনি sai al কহিতেই রমণী বলিল, “বনচারিণী বলিয়া আমি অসহায় বা একাকিনী এরূপ মনে করিবার কোন কারণ নাই। আমি কাহারও আশ্রয়প্রার্থী নহি, এবং আপনার বা আর কাহারও অস্ত:পুরে প্রবেশ করিতে চাহি as আপনারা উদ্দিষ্ট পথে গমন করুন। আমি একাকিনী হইলেও নিরপরাধিনা, আমাকে পীড়ন করিবেন না ।”



Leave a Comment