হাউই [সংস্করণ-২] | Hawie [Ed. 2]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
রাজপুত্রের বিয়ে, চারদিকে তাই হৈ-চৈ, ধুমধাম | কনের দেশ রুশ-রাজ্যে, সেখান থেকে এসে পৌছতে তাঁর একটি বছর লাগলো | ছটা বড়ো-বড়ো হরিণে-টানা গাড়িতে ফিন-নগর থেকে তিনি রওনা হয়েছিলেন, এতদিনে এসে পৌঁছলেন 1 গাড়িটি দেখতে ঠিক যেন মস্ত সোনালী atest, ছুই পাখা তার মেলে দেয়া, আর তার মাঝখানে রাজকন্যা বসে । তার পা পর্যন্ত ছুঁয়েছে লম্বা রূুপোলী পেশোয়াজ, মাথায় রুপোর সুতো দিয়ে বোনা ছোট্ট টুপি, আর মুখটি তার তুষারের মতোই গ্লান-_সারা জীবন তিনি তুষার-প্রাসাদেই কাটিয়েছেন কিনা | তার মুখের চামড়া এতই পাতলা আর রং এতই পরিষ্কার যে তিনি যখন রাস্তা দিয়ে গাড়িটি চড়ে চলে গেলেন ছুদিকের লোক হা করে তাকিয়ে রইলো “ঠক যেন শাদা গোলাপটি, বলে তারা বারান্দা থেকে তাঁর গায়ে ফুল ছুঁড়ে-ছুঁড়ে মারতে লাগলো I রাজপ্রাসাদের সিংহদরজায় তাকে হাত ধরে নামালেন স্বয়ং রাজপুত্র ৷ রাজপুত্রের বেগনি রঙের চোখ ছুটি স্বপ্নে টলোমলো, মাথার চুল পাতলা সোনার মতো । তিনি হাটু ভেঙে বসে রাজকন্যার ছোট্ট হাতটিতে চুমু খেলেন। রাজপুত্র বললেন, “তোমার ছবি যে স্থন্দর তা দেখেছিলাম, কিন্তু তুমি তোমার ছবির চেয়েও সুন্দর শুনে রাজকন্যার শাদা গাল ছুটি লাল হয়ে উঠলো | একজন অমাত্য বললে, উনি আগে ছিলেন শাদা গোলাপ, এখন হয়ে উঠলেন লাল গোলাপ 1 কথাটা শুনে রাজসভায় সকলেই খুশি ৷ তারপর তিন দিন ধরে সকলেই চারদিকে ব'লে বেড়াতে ৮



Leave a Comment