আহির ভৈরোঁ | Ahir Bheiru

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
সে খুদিকে বলে--মা তো তোর বাপের বাড়িতে। তুই হংসপুরে যাচ্ছিস্‌ যে। ঘুমিয়ে সব ভুলে গিয়েছিস? খুঁদির এতক্ষণে সব মনে হয়। সে সোজা হয়ে দাড়ায়। পাশে AUTH দাড়িয়ে থাকতে দেখে, থতমত CACM হরেকেষ্টর ইাঁটুতে মুখ লুকোয়। নন্দ হো হো করে হেসে ওঠে ৷ বলে, “লজ্জা! কি বৌঠান; হরেকেষ্ আমার চেয়ে বড়। তুমি তো আমার গুরুজন ।” খুদি শক্ত করে স্বামীকে চেপে ধরে তেমনি ভাবেই মুখ লুকিয়ে রইল | হরেকেষই নন্দযকে বলে-_“তুই একটু ব্টগাছের ওপাশে যাবি নন্দ? আগে একে জল খেতে দে, তারপরে যত পারিস ঠাট্টা করিস ।” —“qical যাবো, নিশ্চয়ই যাবো। বাঁড়ির বউ, অন্যের সামনে জল খাবে কেন ?”--সে হাসতে হাসতে চলে যায় | হরেকেষ্ট খুদিকে জল খাইয়ে তার চোখমুখ ভাল করে ধুইয়ে দেয়। মাথায় অল্প একটু জলের ছিটে দিয়ে ভাল করে মুছে নিয়ে বলে--“এবারে ইাটতে পারবি তো! ? আমার হাত ব্যথা করছে ।” খুদি ঘাড় নেড়ে বলে-_“হ্যা 1” নন্দ আবার এসে জোটে বট গাছের আড়াল থেকে । এবার তাকে দেখে খুদির আর লজ্জা VM না। ঘুমের ঘোর কেটে গিয়েছে বলে হয়তো | -_"কি গো বৌঠান, লজ্জা ভাঙল 1” হরেকেষ্ট বলে-_-"কোথা থেকে এপি নন্দ, বর্ডারে গিয়ে ছিলি ?” -_-প্্যা, তোর মত স্বশুরবাড়ি গিয়ে বসে থাকলে কি আমার চলে 1?” ১৯



Leave a Comment