কিশোর গ্রন্থাবলী | Kishor Granthabali

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
১২ কিশোর গ্রদ্থাবলী তিনি যে বিরাট নীরবতা নেমেছিল রণজিতেদের বসবার ঘরে, বহুক্ষণ পরে সে নীরবতা ভাঙ্গল ওদের বাড়ীর বাইরে একটা মোটর রাখার শব্বে | সকলেই ভীষণ উদ্‌্গ্রীব হয়ে উঠল। মীরা উঠে গিয়ে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখল, সত্যিই তাদের বাড়ীর সম্মুখে একখানি প্রকাণ্ড মোটর এসে থেমেছে | মোটর থেকে নামলেন একটি ভদ্রলোক; একটু এগিয়ে আসতেই মুখে রাস্তার গ্যাসের আলো এসে পড়ল । মীরা সেই আলোতে তার মুখটা স্পষ্ট দেখতে পেল , পেয়ে সে শুধু একটা দীর্থনিশ্বাঃস ছেড়ে বললে-_“ন। Ser নয় ।”--বলে সে ধীরে ধীরে এসে আবার নিজের জায়গায় Tra কিন্তু, আশ্চর্য! সেই ভদ্রলোকটিই যে সটান তাদের বাড়ীর ভিতর ঢুকে হল ঘরের ভিতর দিয়ে বসবার ঘরের দিকে আসছেন। ভদ্রলোক আসতেই সকলের মধ্যেই একটা চাঞ্চল্য প্রকাশ পেল--একজন অচেনা লোক, কিছু না বলে-কয়ে সোজা একেবারে বাড়ীর মধ্যে | বিজয় বাবু একটু গভীর ভাবেই জিজ্ঞাসা করলেন-_“কী দরকার আপনার ? কাকে চাই ?” ক্লান্তস্বরে উত্তর এল--_“কা কাবাবু, আমি অজু __” এক তীব্র বিস্ময়ে সকলে একেবারে নির্বাক হয়ে গেল। থানিকক্ষণের জন্য সকলে বিস্ময়ে চেয়ে রইল অজয়ের মুখের দিকে-_মনে হুল সকলে যেল একেবারে পাথরে পরিণত হয়ে গেছে | আশ্চর্য পরিবর্তন এ যে অসম্ভবেরও বেশী কিছু! অজয়ের CH Ate কোথায়? সে সৌন্দয কোথায়? তার সে সুন্দর গঠিত চেহারা একেবারে শীর্ণ হয়ে গেছে গায়ের রং গেছে কালো হয়ে, গাল ছুটি বসে গেছে, চোখের দৃষ্টি গেছে কি রকম free হয়ে; সমস্ত কপালে পড়েছে অসংখ! চিন্তার রেখা | কতদিন যে সে কামায়নি--কতদিন যে তার চুলে পড়েনি তেল-_তা কে বলবে! বিশ্যয়ের থোর একটু কেটে যেতেই বিজয়বাবু অস্ফুটস্বরে বললেন, "অজু, এ রকম চেহারা হয়ে গেছে কী করে তোমার? এ যে কল্পনার অতীত !” তুলে গেলেন তিনি রণজিত আর ইরার কথ! জিজ্ঞাসা করতে, যার ace সকলেই এতক্ষণ ছিল উদ্‌গ্রীব হয়ে।



Leave a Comment