মাসিক বসুমতী [বর্ষ-৬] [খণ্ড-১] | Baishakh-ashwin [Yr. 6] [Vol. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
চাঁপান না বিষপান ? জিলা খুলনার দক্ষিণাংশের নদ-লদীতে এক প্রকার AyD দেখিতে পাওয়া যায়, তাহার নাম গাঁগড়া। জনসাধারণ এই মংস্তাকে Sa বলিয়াও অভিহিত shan Aes | এই শ্রেনীর মংস্তোর বিশেষত্ব এই যে, এই মংস্তোর সম্মুখে টোপ ফেলিলেই উহার টোপ দর্শনমানত্রেই গিলিয়| ফেলে, বিন্দুমাত্র ভাবন)-চিস্ত ব দ্বিধা বোধ করে নাঁ। আমার মনে হয়, সমগ্র বাঙ্গালী জাতি এই 'হাবার' মত 'হাবা” নামে অতি- হিত হইবার উপযুক্ত; কেন না, বিদেনীয় - বিশেষতঃ ইংরাজ বণিকের টোপ দর্শনমাত্রে গিলিতে অভাস্ত জাতি, 4trial মত ভূভারতে দ্বিতীয় নাই বলিলেও অত্যুক্তি হয় না। কেন, তাহা বুস্াইতেছি। এ দেশে ইংরাজ বণিকদিগের নান] কারকারবাঁর আছে, তন্মধ্যে চাঁ-বাগিচার বাণিজ্য অন্যতম। যে চা-বাগিচায় আড়কাঠিরা কুলী চালান করে এবং এ দেশের কুলীরা মে সকল চাঁবাগিচায় মাথার ঘাম পাঁয়ে ফেলিয়া] বাগিচার দীবুদ্ধিসাধন করে, অথচ যাহার ফলভোগ করে বিদেশীয় ইংরাজ বণিক, সেই সকল চা-বাগিচা ধনসম্পদের STS ভূমি --এক একটা ক্ষুদ্র রাজ্য বলিলেও হয়। eae বণিক এমন অনেক চাঁ-বাগিচা এ দেশে গড়িয়া তুলিয়াছেন। এগুলি বৃহদায়তন জমীদারীবিশেষ। দার্জিলিঙ্গ, জলপাই- ওুড়ি ও আসাম প্রভৃতি অঞ্চলে এই জমীদারীগুলি অবস্থিত । এই সকল চা-বাগিচা হইতে বৎসরে কোটি কোটি মুদ্রার চা দেশ্‌বিদেশে রপ্তানী হইয়া থাকে। কিন্তু আকাঙ্ক্ষার তৃপ্তি নাই, TVs SPLAT মত Tel BUF বঞ্চিত হয় ও ভীষণ চটচটটা রবে জ্বলিয়া উঠে। ইংরাঙগ কোম্পানীর! এই চা-চালানী ব্যবসায়ে রাজার রাজ্যের আয় উপভোগ করিতেছেন বটে, কিন্তু তাহাতেও তাঁহাদের আকাঙ্ক্ষার তৃপ্তি হয় নাই। তাহারা দেখিলেন, বাঙ্গালীর পোৌনে পাঁচ কোটি পোককে, tay সমগ্র ভারতের ৩* কোটি অধি- বাদীকে চা-খোর করিতে পারিলে টাকার মাচায় বসিয়া টাকার ছিনিমিনি cam সম্ভবপর হয়- টাকার গাছ fort ' চুণি-পাল্নার ফল পাঁড়িয়া থাওয়া যায়। দুখ এই,--এই গর্ভ জাতি ( বাঙ্গালী বাঁ ভারতবাসী) আপনার মঙ্গল বুঝে না! বুঝিবেই বা কিরূপে ? তাহারা যে নাবালক নালায়েক জাতি। না হইলে তাঁহারা এমন স্বগাঁয় BATT মত চাঁ-পানের TH বুঝে Ap এই Arata দেশে"এক crate চা-পানে কত তৃষ্ণা দূর হয় !--সেই চা-পান না করিয়| তাহারা পান করে কি না সরাই-বুঁজায় রক্ষিত শীতল পানীয় জল, সরবৎ, cata, ডাব ? ছিঃ ছিঃ! সাম্থনা এইটুকু যে, বিলাত-ফেরত wig তথাকথিত শিক্ষিতদের মধ্যে চা-পানের প্রথা প্রচলিত হইয়াছে। ইহা মন্দের ভাল। কিন্তু সাবালক ইংরাজ বণিক নাবালক দেশীয়দিগকে ত চা-পামের সুখ হইতে বঞ্চিত রাখিতে পারেন না, কেন না, Sista যে এই নাবালক জাতির অভিভাবক! অতএব তাহারা fea করিলেন যে, এই জাতিকে vg, চরস, Then, অহিফেনের মত চায়ের নেশাতেও নেশাখোর করিতে হইবে | তখনই চ!'-করদিগের সলাপরামর্শ জ্পন।-কল্পনা চলিল। সে আজ ২০২৫ VAY পূর্বের FU | তখন লর্ড কার্জন ভারতের ভাগ্যবিধাতা বড় লাট। তাঁহার নায় 'ভারত- ,হিতৈষী” বে চা-করদিগের পর।মর্শ মধিলিখিত সুসমাচারের মত হজম করিবেন, তাহাতে বিশ্ময়ের বিষয় কিছুই ayes লর্ড কাজঙ্জন চায়ের উপর কিছু সেস্‌ অর্থাৎ শুল্ক নির্ধারণ করিলেন। এই সেস্‌ সংগ্রহের ফলে সরকারী তহবিলে কয়েক লক্ষ টাক] জমিতে লাগিল। টাকাটার সদ্ব্যবহার হইতেও বিলম্ব হইল না। Tea Association বা যুরেপীয় চাকর সমিতি এই অর্থনাহায্যের ফলে কলিকাতা সহরের মোড়ে মোড়ে চায়ের দোকান খুলিলেন gas পরার্থে দধীচির অস্থিদানের aia বিনামুল্যে জনসাধারণকে অনুল্য চা-দুধ৷ বন্টন করিতে লাগিলেন। তৃধ্যার্ত পথিক বিনামুল্যে সুধাপান করিয়া শ্রান্তদেহে স্মূর্তি ও সজীবতা আনয়ন করিল। এদিকে এক পয়মার প্যাকেট চা বিনামূল্যে জন- সাধারণের মধ্যে বিতরিত হইতে লাগিল । এই পরোপকারী বণিক জাতি এইরূপে এ দেশে চা-রূপ অপরূপ টোপ



Leave a Comment