বাবর | Babar

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
যেমনটি আছে সমরখন্দে, হীরাটে... শাহ্‌, সুলতান... কেউ চিরকাল বেঁচে থাকে না। কিন্তু উলুগবেগের মাদ্রাসা, নবাইয়ের 'খামসা' লোকের স্মৃতিতে থাকবে৷ একথা বলে ফেলে স্থপতি কেমন যেন ভয় পেয়ে গেলেন: একঝলক তাকিয়ে নিলেন দরজার দিকে | 'দরবারের লোকেদের মধ্যে থেকে মামার অভ্যেস, তাই চরের ভয়,” বুঝল তাহির। মা, আপনি বলুন, বলুন এখানে আমরা ছাড়া আর কেউ নেই... আন্দিজানে আপনার থাকা হল না কেন?' সঙ্গে সঙ্গে এ প্রশ্নের উত্তর দিলেন না মুল্লা ফজলুদ্দিন, চিস্তায় ডুবে গেলেন। গতকাল দন্ধ্যায় নামাজের সময়ে, যখন মুল্লা ফজলুদ্দিন ছিলেন পাশের রাস্তায় তার বন্ধু এক লিপিকরের বাড়িতে, তখন তার নিজের বাড়ির দরজা ভেঙে কয়েকজন অপরিচিত ব্যক্তি ভেতরে ঢোকে। কুকুরটা চীৎকার করতে কবতে তাদেব ওপর GACT পড়ায় কেটে ফেলে সেটাকে। এ ছেলেটির (যে আজ মামার ঘোড়ার গাড়ি নিয়ে কৃভাতে এসেছে) হাতপা বেঁধে মুখে কাপড় গুঁজে cra! তারপর আরম্ভ করে বাড়িময় খানাতল্লাশি। সিন্দুকটাও খুঁজে বার করে Poa দিয়ে তালা ভাঙতে আরম্ভ করেছিল। এমন সময় FNS প্রতিবেশীরা কুকুরটার মরণচীৎকার শুনতে পায়। ব্যাপার ভাল না বুঝে পাশের বাড়ির একজন লোক চুপিচুপি বেরিয়ে আসে রাস্তায়, দেখে গাছের ছায়ায় একজন লোক দাঁড়িয়ে আছে, হাতে চারটে ঘোড়ার লাগাম ধবা-_ লোকটির মুখ দেখা যায় না, কালো মুখোশে ঢাকা মুখ। আর ফজলুদ্দিনের বাড়ি থেকে শোনা যাচ্ছে কিসে যেন আঘাত করার আওয়াজ, Hers শব্দ। প্রতিবেশী ছুটে গেল লিপিকরের বাড়ি। সেখান CACHE তারপর ফজলুদ্দিন দৌড়লেন নিজের বাড়ির Mes | তিনি যখন এসে পৌছলেন ঠিক তখনই সেই লোকগুলো ভারী সিন্দুকটার তালা ভাঙতে পেরেছে শেষ HAG | বাড়ির মালিককে দেখে দু'জন তখুনি জানলা দিয়ে লাফ দিল, জানলার কাঠামোটা ভেঙে গেল, আর তৃতীয়জন দরজার দিকে দৌড় লাগাল। WTS, বদমাশ!” চীৎকার করে বললেন ফজলুদ্দিন, কিন্তু সেই ভালুকের মত বড়সড় চেহারা যুবকটি (এরও মুখ মুখোশে ঢাকা) কাঁধের এক ধাক্কায় বাড়ির মালিককে সরিয়ে দিয়ে ছুটে রাস্তায় বেরিয়ে গেল। তারপর লাফিয়ে ঘোড়ায় উঠে এক মুহূর্তে অন্ধকারে মিলিয়ে গেল। খোলা সিন্দুকটার ওপর ঝুঁকে পড়লেন মুল্লা ফজলুদ্দিন। কুলুঙ্গিতে রাখা জ্বলস্ত মোমবাতির মিটমিটে আলোয় দেখা যাচ্ছে যে সিন্দুকের জিনিসগুলোতে চোরেদের হাত পড়েছে: নকশাগুলো কোথাও কোথাও দুমড়ে মুচড়ে গেছে, বাদশাহের উপহার মোহরভরা থলিটি অবশ্যই উধাও হয়ে গেছে। কিন্তু মোহর নিয়ে ফজলুদ্দিনের কোন ৮



Leave a Comment