অনুগামিনী | Anugamini

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
2 অনুগামিনী অথচ যে ডাক্তারের নাম “বিমল” নয় তাহার কাছে গাকুরদ। কিছুতেই যাইতে চান না। প্রথমেই গিয়া জিজ্ঞাসা করেন “আপনার নামটি কি”। নাম বিমল না হইলে তৎ.্ষণাৎ উঠিয়৷ আসেন । মানসিক ব্যাধিতে যশস্বী দুই একজন ডাক্তারের সহিত তিনি ষড়যন্ত্রও করিয়।- ছিলেন, তাহারা মিথ্য৷ fast বলিয়াছিলেন যে তাহাদের নাম “বিমল”, রোগীর হিতার্থে তাহারা মিথ্যভাষণ করিতে আপত্তি করেন নাই, কিন্তু কোন ফল হইল না। ঠাকুরদা তাহাদের সহিত আলাপ করিয়াই উঠিয়৷ আসিলেন, তাহাদের Gay স্পর্শ পর্যন্ত করিলেন না। একজন জোর Pfam একটা ইনজেকসন দিয়াছিলেন, তাহাতে খানিক্ষণ ঘুম হইয়াছিল, আর কিছু হয় নাই। মুখ দিয়৷ কোনও ওষধ ঠাকুরদাকে খাওয়ানো যায় না। তিনি বলেন, 'আমার কোনো ORI নেই, ওষুধ খাব কেন? আসল বিমলের সঙ্গে দেখা হলেই সব ঠিক হয়ে যাবে” অথচ তিনি সমস্ত রাত ঘুমান না। খাওয়া- দাওয়ারও ঠিক নাই; অনেক সাধ্যসাধনা করিলে সামান্য কিছু খান | নিজের মনেই কাঁদেন, হাসেন । সময়ের জ্ঞানও লোপ পাইয়াছে। সকালকে বলেন সন্ধ্যা, সন্ধ্যাকে বলেন সকাল । তারিখ বার কিছুই মনে থাকে না। একজন ডাক্তার বলিয়াছিলেন কোনও বিমল ডাক্তারের সহিতই ইহার রোগের fay সম্পর্ক আছে, তাহার সহিত দেখা হইয়া গেলেই aye সারিয়া যাইবার সম্ভাবনা । তাই কোনও বিমল ডাক্তারের খবর পাইলেই সেখানে ঠাকুরদাকে লইয়া যান । বিমল নাম শুনিলে গাকুরদ।ও আগ্রহ দেখান | বিস্মিত বিমল. বাবু প্রশ্ন করিলেন, “কোথায় আপনার ঠাকুরদা ?”



Leave a Comment