For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)বাগানের এককোণে ডালিমগাছের নিচে লম্বা একটা পাথর, তার পাশে কেউ
একটা পাহাড়ি গোলাপলতা লাগিয়েছিল | পাশের বাড়ি থেকে সোনামণি বলে
একটা ছেলে এসে বলল, “ওমা জান না ! ওর নিচে মরা মানুষের ছাই আছে !
এ-বাড়িটা যাদের, তাদের লীলা বলে একটা ছোট্ট মেয়ে ছিল । অনেকদিন আগে
বড় ভূমিকম্প হল, সবাই দৌড়ে ANG থেকে বেরিয়ে পড়েছিল | হঠাৎ এঁ ছোট্ট
মেয়েটা--মা কোথায় ? মাকে দেখতে পাচ্ছি না !-_বলে ছুটে যেই না ভিতরে
ঢুকেছে, অমনি বাড়ি ভেঙে পড়েছে । এঁ পাথরটা চাপা পড়ে লীলা মরে গেল !
অথচ তার মা বাইরেই ছিলেন 1”
মনে আছে সে গল্প শুনে আমরা কেঁদেকেটে একাকার করেছিলাম | তবে গল্প
শুনে কাঁদার মধ্যে এক রকম মধুর ভাব আছে, কিন্তু সত্যিকার দুঃখ এলে
চোখ-মুখ সব 'তিক্ততায় ভরে যায় |
সোনামণিরা পাশের বাড়িতে থাকত | তার দাদুর নাম ছিল বোস্ সাহেব ।
তাঁদের বাড়িতে সুন্দর একজন মেয়ে ছিলেন, পরে শুনেছিলাম তিনিই নাকি
স্রীঅরবিন্দের স্ত্রী । সত্যি কি না জানি না। বোস সাহেবের এক ছেলে ভিখারি
দেখলেই পয়সা দিতে চাইত, তাকে সবাই বকাবকি করত । সে নাকি বলত,'ওরা
খায়নি, ওদের খেতে দাও !” সেই ছেলে মারা গেল | বছরে বছরে সেই দিন
SHA বাড়িতে কাঙালী ভোজন হত | আমরাও কত সময় গিয়েছি | এ সুন্দর
মানুষটি আমাদের যত্ন করে খাইয়েছেন | মনে কেমন দুঃখ লাগত | মাকে খুজতে
গিয়ে পাথর চাপা পড়ে মরা আমার নামে নাম সেই ছোট্ট মেয়েটির জন্যেও বড়
কষ্ট হত | তখন বৌধ হয় ১৯১০ কি ১৯১১ সাল, কারণ একটু একটু মনে পড়ে
বিলেতে বুড়ো রাজা মরে গেলেন, তাঁর ছেলে রাজা হলেন | তাই চারদিকে
আলো জ্বেলে আনন্দ প্রকাশ করা হল | আমাদের বারান্দার কড়িকাঠ থেকেও
সুন্দর সুন্দর চীনে-লগন ঝোলানো হল | সে বড় সুন্দর জিনিস, আজকাল আর
দেখা যায় না, তার কোমল রষ্ীন আলোতে ছায়ার ভাগই বেশি । কি রস, কি
রোমাঞ্চ ! ভিতরে একটি ছোট মোমবাতি জ্বেলে, কাগজের ঘেরাটোপটি টেনে
দিয়ে, তারের হুকটি কোথাও টাঙিয়ে দিতে হত । অমনি কাগজের ঘেরাটোপে
আঁকা ada ছবিটিও ফুটে উঠত | তার নিচে কেউ দাঁড়ালে আমার তাকে সুন্দর
দেখতে লাগত |
বাড়ি সাজিয়ে আমরা গেছিলাম অন্যদের বাড়ি সাজানো দেখতে । ফিরে এসে
দেখি মোমবাতি জ্বলে জ্বলে শেষ হয়ে গেছে, কাগজে আগুন লেগে ABT ছবি
সব পুড়ে তো গেছেই, কড়িকাঠ সুদ্ধ জায়গায় জায়গায় ঝল্সে গেছে । আর
রেগে টং হয়ে আছে !
ও-বাড়িতে NN খুব কম সময় ছিলাম, সেখান থেকে যেখানে উঠে +