কামিনী-কাঞ্চন [সংস্করণ-১] | Kaminikanchan [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
নত কামিনীকাঞ্চন পারতেন | কিন্তু সাধ জাগল রযাত্রার সময় জগন্নাথ দেখবেন। আবার পায়ে ইাটলেন। নিজের ক্ষমতার উপর অতিরিক্ত বিশ্বাস থেকে এই বিপত্তি । পুব্রীর হাসপাতালে বেশী দিন রাখল না। আরো ছু'তিনটা হাসপাতাল ঘুরে অবশেষে এসেছেন এখানকার হাসপাতালে | এ'রাও বেশী দিন রাখতে রাজি নন । রেলভাড়া সংগ্রহ করে বেহারের কোনোখানে গিয়ে সেখানকার হাসপাতালে ভতি হবেন। পায়ে হাটার উপায় casi রেলপথেই হরিদ্বারে ফিরবেন। তার পরে তার গুহায় ঢুকবেন। বললেন, “এমন কোনো অভিজ্ঞতা নেই যার থেকে কিছু না কিছু লাভ SUT! এই যে আমি চলৎশক্তি হারিয়ে জড়ের মতো পড়ে আছি এও ভালো | আপনার মতো সজ্জন এসেছেন আমাকে দেখতে | বই পাঠিয়ে দিয়েছেন, পড়ে আনন্দ পাচ্ছি। সোয়াইটসারের বই এই প্রথম পড়ছি। অনেক দিনের বাসনা পূর্ণ হলো 1” সোয়াইটমার Ics দু'চার কথার পর আমি বিদায় নিলুম। বললুম, এখান থেকে চলে যাবার দিন আমার ওখানে আহারের নিমন্ত্রণ রইল। খেতে খেতে আলাপ ক্রা যাবে = আপনার আরোগ্য কামন| করি 1” সোয়াইটসারের বই আরো দু'একধানা ছিল। পাঠিয়ে দিলুম। ২ মাস খানেক পরে তিনি আমার বাড়ী এলেন রিকশা করে। তাকে ধরাধরি করে নামাতে হলো, নিয়ে যেতে হলো ব্সবার ঘরে। বসবার ঘরের মেজে এত পিছল যে একজন অতিথি একবার পা পিছলে পড়ে গেছলেন, কাজেই তাকে হুশিয়ার করে দিতে হলো।



Leave a Comment