খ্যাপা খুঁজে ফেরে [সংস্করণ-১] | Khepa Khuje Ferey [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
স্ক্যাপা খুঁজে ফেরে ১৭ সেই আমি একবার কয়েক বছর আগে মেট্রোতে ম্যাটিনি শো'তে গিয়েছিলাম একেবারে একা । কী ছবি দেখতে, তা” মনে নেই । মনে থাকবার মত কথাও নয়, কারণ ছবি দেখতেই যাইনি ৷ গিয়েছিলাম মেট্রোর ওই. ঠাণ্ডা-পরিবেশে হাত-পা মেলে একটু বিশ্রাম উপভোগ করতে | আমাদের দেশী হাউসে আর যাই ' থাক প্রমোদ পরিবেশনের পরিবেশ নেই মোটেই | যখনকার কথা বলছি তখন w ছিলই না মোটে । মেট্রোতে ভালো ছবি না হলেও সব সময় গিয়ে বসে থাকতেও ভালো WIS! সেই উদ্দেশ্য নিয়েই সেদিন গিয়েছিলাম মেট্রোতে | কিন্তু সে উদ্দেশ্যও ব্যর্থ হল সেদিন | যখন ঢুকলাম তখন Basta হয়ে গেছে অডিটরিয়েম। ছবি আরম্ভ হয়ে গেছে একটু আগেই । চোখটা ধাতস্থ হ'তে তাকিয়ে দেখলাম আশ-পাশ। খুব সাংঘাতিক ভীড় হয়নি । অনেক সীটই 491 বুঝলাম, ছবিটি ভালো। অন্ধকারে Bowe: সিগারেটের- মুখে আগুন ৷ জ্বলছে, নিভছে, বাড়ছে, কমছে। স্থির হয়ে বসা অসংখ্য জোনাকি যেন ৷ তখনও সিনেমা-হলে সিগারেট খেতে দিত; এখন সিগারেটের স্ঁইড দিতে দেয়; সিগারেট খেতে দেয় না ঘরের মধ্যে ! একটু পরেই শুনলাম, আমার ঠিক সামমনে-বস1 এক ভদ্রলোক তার পাশের ভদ্রমহিলাকে জিজ্ঞেস করেছেন ? “আমাকে কিছু বলছেন ?' ভদ্রমহিলার ঠিক পেছনে আমার সীট, ভদ্রলোকের সীট তার পাশেই | ভদ্রলোকটির মুখের ধারটুকু দেখা যাচ্ছিল; কিন্তু ভদ্রমহিলার নয় | কিন্তু মাথা নেড়ে তিনি যে জবাব করলেন, “না” সেটুকু বোঝা গেল সহজেই | প্রথমে কিছুই মনে হয়নি; কিন্তু একটু বাদে মনে না করে আর উপায় রইল না। কারণ ফের যখন দেখি ভদ্রলোক আবার সেই প্রশ্ন করছেন ? “আমাকে কিছু বলছেন ?” এবং ভদ্রমহিলা মাথা মেড়ে বলছেন 'না”। এবং আশ্চর্য ব্যাপার, পনের মিনিটের মধ্যে ভদ্রলোক খ্‌



Leave a Comment