বুধন ম্যান্ডেলা এবং অন্যান্য | Budhan Mandela O Anyanya

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
যাবেন এর কথা। কাউকে তিনি জানাবেন না এই ঘটনা । ক্ষমতা বড় বালাই। পাহাড়ের চূড়ায় পশ্চিমদিকে মুখ করে দাঁড়ালেন রামপ্রকাশ। পায়ের তলায় বিশাল উপত্যকা। দিনাবসানে আবহাওয়ায় জমে ওঠা অস্বচ্ছ বাষ্পের পর্দা শহরকে আড়াল করেছে। মাথার ওপরে বাসামুখী পাখিদের উড়ন্ত ঝাক। স্তব্ধতা। শাস্তি — শাস্তি — অনাবিল শাস্তি। সেই ব্যাপ্ড চরাচরের দিকে তাকিয়ে রামপ্রকাশ উচ্চারণ করলেন-_তোমরা সবাই ভাল থাকো | সবার মঙ্গল হোক। সব যুদ্ধ থেমে যাক, সব রক্তপাত সবার দুঃখ দূর হোক, পৃথিবীতে নেমে আসুক শাস্তি ॥ রসনামঙ্গল ইস্কুল থেকে ফেরার পথে ভুবন বাঁড়ুজ্যের সঙ্গে দেখা। লাঠি হাতে গলায় চাদর ঝুলিয়ে সরকারদের বৈঠকখানায় দাবা খেলতে চলেছেন। আমাকে দেখে বললেন-_'এই যে পল্টু, ভালই হল দেখা হয়ে। সমন্ধের দিকে একবার আমার বাড়ি যাস তো, তোর জেঠিমা ডেকেছেন-_ -__আমায় ডেকেছেন জেঠিমা? — 3 রে বাপু। কী একটা দরকারের কথাও যেন বলে দিয়েছিল, সেটা এখন আর মনে পড়ছে না। যা হোক, তুই একবার যাস-__ ফুটবল খেলা সেরে হাতমুখ ধুয়ে ভূবন জ্যাঠামশায়ের বাড়ি গেলাম। জেঠিমা আমাকে দেখে খুশি হয়ে বললেন--_'এই যে তুই এসেছিস। সব শুনেছিস তো কর্তার কাছে? -_আল্ঞে না জেঠিমা। উনি শুধু বললেন আপনি ডেকেছেন-_ -_কেন তা বলেনি? -_না তো। বললেন কী একটা দরকারের কথা ছিল, কিন্তু মনে করতে পারছেন না! আরামের নিঃশ্বাস ফেলে জেঠিমা বললেন-_যাক, তাহলে সব ঠিকই আছে। তাই ভাবি--কর্তাকে বলতে না বলতেই তোকে গিয়ে সব খবর দিয়েছেন মনে করে-_এ কর্তার হল কী? শরীর খারাপ করল না তো? তা দেখছি ঠিকই আছে, আদ্দেক ভুলে গিয়েছেন-_ -_-কী ব্যাপার জেঠিমা? কী হয়েছে? -_ভালই ব্যাপার বাবা। সামনের আষাঢ় মিনুর বিয়ের দিন ঠিক হয়েছে। পাত্তর সেই আমতলারু নিবারণ চাটুজ্যের বড় ছেলে। এই বুধবার তারা মিনুকে আশীর্বাদ করতে আসবে। দুপুরে আসছে, আশীর্বাদ করে খাওয়াদাওয়া সেরে বিকেলে যাবে। পাত্তরপক্ষ বলে কথা, আমাদের মানসম্মান রাখবার ভার তোরই ওপর বাবা পল্টু সে আবার কী! মিনুদির বিয়ে হচ্ছে খুব ভাল কথা, বাঁড়ুজ্যেরা খাওয়ায় ভাল, কিন্তু মানসম্মান রাখার দায় আমার ওপর কী রকম? বললাম--আমায় কী করতে হবে বলুন, বন্ধুদের নিয়ে আদর-আপ্যায়ন বরং-_ — বাবা সে সব নয়। সেদিন মাংসটা তোকে রীধতে হবে বাবা। গেল শীতে চড়ুইভাতির দিন তুই যা মাংস রান্না করেছিলি, খেয়ে সারা গাঁয়ের লোক ধন্য ধন্য করেছিল। সেই রকমটা আর একবার করতে হচ্ছে বাবা-_ ১০



Leave a Comment