তটিনী তরঙ্গে | Tatini Tarange

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
১২ তটিনী তরঙ্গে নিরাশ হয়ে চোখ দুটো নদীর পার থেকে ঘুরিয়ে আনল সে । কিছুক্ষণ একদৃষ্টে মানুষটার দিকে তাকিয়ে রইল | তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন মনে হল কামিনীর । আর মনে হবার সঙ্গে সঙ্গে কাদার ভেতর যতটা GS সম্ভব, পা ফেলে ফেলে মানুষটার কাছে ছুটে এল | মানুষটার বুকের উপর একট] হাত রাখল কামিনী | হাত রেখেই চমকে উঠল। বুকটা খুব আস্তে, ধুক ধুক করে ওঠানামা করছে। এবার হাতটা নাকের কাছে আনল। অনেকক্ষণ পর পর তির তির করে গরম নিশ্বাদ পড়ছে। কামিনী ফিস ফিস করে বলল, “হেই গো মা গোসানী, মড়াটা জ্যান্ত যে গো । তিন পা পিছিয়ে চুপচাপ দাড়িয়ে ছিল তিতাসী। ভয়ে তার কাীাপুনি ধরেছিল । কামিনীর ফিসফিসানি সে শুনতে পেয়েছে। শোনার সঙ্গে সঙ্গে চমকে Grace | এতক্ষণ ভয়ে কাপছিল তিতাসী। এখনও দে কাপছে। কাপুনির বেগ তার বেড়েই চলেছে। তবে এখন সে কাপছে ভয়ে নয়, উত্তেজনায় । কাপা গলায় তিতাসী বলল, “কী বলচিস ভাই-বৌ 7 শিগগির ইদিকে আয়। মড়াটা এখনও বেঁচে রয়েচে ।” তিতালী এগিয়ে এল ৷ বলল, “এটাকে নিয়ে এবার কী করবি?” “ভাই তো কী করব? মড়াটার জ্ঞান নেই, কেমন বেছ'শ হয়ে পরে রয়েচে। এটাকে নিয়ে কী করি?” এক মুহূর্ত কি caq ভাবল কামিনী । কপালে আড়াআড়ি কতকগুলে দাগ ফুটে বেরুল। ভাবতে বসলেই তার কপালে এমন দাগ ফোটে | fest আবার বলল, 'কী করবি ভাই-বৌ 1?” কামিনী হচ্ছে সেই জাতের মান্য, যারা নিমেষে একটা সিদ্ধান্তে পৌছে যায়। দৃঢ়, স্থির গলায় সে বলল, 'মড়াটা যখন আমার হাতেই এসে ঠেকেচে, তখন বাঁচাব। নিথঘাৎবাচাব। হেই মা গোসানী, মুখ তুলে চাস মা। আমার মুখ রাখিল ।” দু হাত জোড়া করে কপালে ঠেকায় কামিনী । তার পরেই ae হয়ে ওঠে | তিতাসীকে তাড়া লাগায়, 'ধর না লো মাগী, মড়াটাকে ঘাটে নে যাই । মাথার দিকটা ধরল কামিনী, পায়ের দিকটা তিতাসী।



Leave a Comment