For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)ভনভনে মাছির মতো সর্বক্ষণ তাকে ঘিরে চাপ-বাঁধা ভিড়। কিন্তু যোগেন মাস্টার
কোনওদিন বলেননি, দুটো বাসের পারমিট বার করে দিন, কিংবা স্কুল মাস্টারি ছেড়ে
দিচ্ছি, একটা বড় কনট্রাক্ট পাওয়ার ব্যবস্থা করুন। আভাসে ইঙ্গিতে বহুবার তাকে কিছু
দিতে চেয়েছেন নিখিলেশ, কিন্তু যোগেন মাস্টার হেসে হেসে এড়িয়ে গেছেন।
নিখিলেশের কাছে তার বিন্দুমাত্র প্রত্যাশা নেই। নিখিলেশ বুঝিয়েছেন, যাবতীয় সরকারি
আইন মেনেই যা দেবার তিনি দেবেন। এর মধ্যে স্বজনপোষণ বা অসততার কিছু নেই।
যোগেন মাস্টারও বুঝিয়ে দিয়েছেন, কারও কাছ থেকেই তিনি অনুগ্রহ নেন না। নিখিলেশ বিব্রতভাবে কিছু একটা উত্তর দিতে চেষ্টা করেছেন কিন্তু তা ভাল করে
শোনা যায় নি। যোগেন মাস্টার বললেন, “YA একটা কীচা স্টান্ট দিলেন নিখিলেশবাবু।” এম এল এ
হওয়ার পরও বেশ কিছুদিন পরিচিত লোকজন নিখিলেশকে দাদা বলত। WR হওয়ার
পর থেকে তিনি Ala’ হয়েছেন। কিন্তু চল্লিশ বছর আগে প্রথম পরিচয়ের দিন যোগেন
মাস্টারের কাছে তিনি ছিলেন নিখিলেশবাবু। এখনও ঠিক তাই। তোষামুদি করাটা তার
ধাতে নেই। যোগেন মাস্টার বলতে লাগলেন, “পলিটিশিয়ানরা কখন কী চাল চালবে, আজকাল
দশ বছরের একটা বাচ্চাও তা বলে দিতে পারে। আপনার কি ধারণা ট্রেনের সেকেন্ড
ক্লাসে চড়লেই রাতারাতি পপুলারিটি ফিরে আসবে? নিখিলেশ উত্তর দিলেন না, মুখ নিচু করে হাঁটতে লাগলেন। যোগেন মাস্টার এবার জিজ্ঞেস করলেন, “চিঠিতে লিখেছেন, তালবনিতে কয়েকদিন
থাকতে: TA ‘Sl আস্তে মাথা নাড়লেন নিখিলেশ। 'আগে এলে ফরেস্ট ডিপার্টমেন্টের সরকারি গেস্ট হাউসে উঠতেন। সেখানেই কি
এবার ওঠার ইচ্ছে?” ‘at কিছুক্ষণ ভেবে যোগেন মাস্টার বললেন, 'শহরে অবশ্য একটা নতুন হোটেল হয়েছে।
বেশ ভালই, তবে ফাইভ স্টার নয়। ওখানে থাকতে কি অসুবিধে হবে? যদি রাজি থাকেন
পৌছে দিতে পারি। “ফাইভ স্টার' কথাটা বিশেষভাবে বলার মানে কী? এম এল এ বা মন্ত্রী হবার পর
অঢেল আরাম এবং বিলাসিতায় গা ঢেলে দিয়েছিলেন নিখিলেশ; সেই জন্যেই কি
খোঁচাটা দিলেন যোগেন মাস্টার? চোখের কোণ দিয়ে একবার দ্রুত সঙ্গীটিকে দেখে
নিলেন নিখিলেশ। কিন্তু তার মুখ দেখে কিছু আঁচ করা গেল না। বললেন, *হোটেলে
থাকব না।' যোগেন মাস্টার জানতে চাইলেন, “এখানকার টপ বিজনেসম্যানদের অনেকের
সঙ্গেই তো আপনার সম্পর্ক ভাল। লাস্ট দুটো ইলেকশানে টাকা গাড়ি টাড়ি দিয়ে ওরা
সাহায্য করেছে। ওদের কারও বাড়িতে —’ ১৯