ভারতের বনজ | Bharater Banaj

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ভারতের বনজ q ব্রিটিশ ভারতে বে-সরকারী অরণ্যও যে নেই তা নয়। তবে তার পরিমাঁণের ae নিভুলভাবে পাওয়া অসম্ভব | এ ছাড়া দেশীয় রাজ্যেও, বিশেষত মহীশূর, হায়দ্রাবাদ, কাশ্মীর ও ত্রিবান্কুরেও, অনেক সংরক্ষিত অরণ্য আছে | অরণ্যের প্রকৃতির ভেদ্বের কারণ ভৌগোলিক অবস্কান এবং মাটি আর আবহাওয়ার বিভিন্নতার aca অরণ্যের প্রকৃতেও বিভিন্ন হয়। মাটির প্রক্কৃতি নির্ভর করে প্রধানত ভূপৃষ্ঠের যে জাতীয় পাথর থেকে মাটি উৎপন্ন হয়েছে তার উপর, আর জায়গাটা পার্বত্য বা সমতল এর ওপর । আবহাওয়ার মধ্যে প্রধানত বৃষ্টিপাত আর বাতাসের তাপের বিভিন্নতায় অরণ্যের ভেদ হয়ে থাকে। অবশ্য মানুষের কতৃত্বেও অরণ্যের প্রকার কিছু বদল হতে পারে কিন্তু এটাও অনেকটা প্রাক্কৃতিক অবস্থার উপর নির্ভর করে। দৃষ্টান্তস্বরূপ বল) যায় যে Cryptomeria japonica নামক সরল গোত্রের একটি জাপানী গাছ এদেশে দাজিলিং জেলায় সহজেই উৎপাদন করা যায়, কারণ জাপান ও দার্জিলিঙডের আবহাওয়) অনেকটা! একরকম। তবে ওই গাছ কলিকাতায় বা ১০ হাজার ফুট উঁচু পর্বতের উপর লাগালে বাঁচাবার সম্ভাবন৷ নেই | আমাদ্ের ভুপ্রকৃতি ভারতের হিমালয় পর্বতশ্রেণী পূর্বে আসামের ব্রহ্মপুত্র থেকে আরভ করে খানিকটা সোজা পশ্চিম দিকে গিয়ে গোরখপুরের কাছ থেকে উত্তর-পশ্চিম দিকে কাশ্মীর ও আফগানিস্থানে চলে গিয়েছে। এই পর্বতরাজি ১৮০০*- ২০০*০ ফুট উচু । যতই উঁচুতে ওঠা যায় ততই বাতাস ক্রমশ ঠাণ্ডা হয়ে যায়। এই জন্যে এর প্রতি gw হাজার ফুট উচ্চতার প্রভেদ্রে অরণ্যেরও প্রকৃতিভেদ হয়।



Leave a Comment