জীবনচরিত | Jibancharit

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
পিতামহ, পিতা ও মাতা। ৭ যে, যথেষ্ট ধর্ম শিক্ষা দেওয়া হইতেছে । পার্কারের মাতার শিক্ষাদান সেরূপ ছিল ali তিনি সছুপদেশ ও সহাঙ্ভূতি দ্বারা ধর্ম শিখাইতেন | পরমেশ্বরকে কেবল পিতা বলিয়] সম্বোধন করিয়। থিওডোর পার্কারের তৃপ্তি হইত না; তিনি তাঁহাকে মাতা বলিয়। ডাকিতেন । যাহার এমন মাতা তিনি সহজেই ঈশ্বরকে মাতৃরূপে দর্শন করিবেন, আশ্চর্য্য কি! ABI একটি কথা সহজেই মনে ay থিওডোর পার্কারের জীবনে ও জনষ্টয়ার্ট মিলের জীবনে কি আশ্চর্য্য acer) মিলের স্বলিখিত জীবন- বৃত্তাত্তের কোন স্থানে Stata জননীর নাম গন্ধও নাই। পার্কার আত্ম- বৃত্তান্ত বলিতে গিয়া শত-কণ্ঠে তাহার মাতার গুণান্ুবাদ করিয়াছেন। তিনি বলেন যে, তিনি তাঁহার মাতার নিকট হইতেই শৈশবকালে ধর্সমরত্ব লাভ করিয়াছিলেন | সত্রধরের কার্য্যের স্তায় ?--একটার উপর আর একটা লাগাইয়া! দেওয়ার att ;--তাহার et শিক্ষা হয় নাই। তিনি বলিয়া- ছেন যে, তাঁহার আত্মার পক্ষে ধর্ম যেমন স্বাভাবিক, আত্মাব সঙ্গে সঙ্গে ধর্ম যেমন স্বভাবতঃ afas হইয়াছে, তাঁহাব সমগ্র শরীর মধ্বন্ধে ভাঁহার মস্তক তেমন স্বাভাবিক নহে ;--শরীরের সঙ্গে ACT তেমন স্বভাবতঃ Vas হয় লাই। কিন্তু মিল কি বলিয়াছেন ? তাঁহার যে এক জন জননী ছিলেন, ইহা তাঁহার স্থলিখিত জীবনী পাঠ করিয়। জানিবার উপায় নাই। বালাকালে ধর্মশিক্ষ। সম্বন্ধে তিনি কি বলিয়াছেন ? তাঁহার পিতা বলিতেন যে, পরমে- শ্বর যদি জগৎ স্বষ্ট করিয় থাকেন, তবে পরমেশ্বরকে স্থষ্টি করিল কে ? শৈশবকালেব ছুগ্ধপানের সঙ্গে সঙ্গে যাহাকে নাস্তিকতা Para হইয়াছিল, তিনি যে পরিণত রয়সে সন্দেহবাদ সমর্থন করিবেন, তাহার আর আশ্চর্য্য কি! শৈশবকালে পার্কারেব স্তর atte জননীর festa হইলে, মিলের মনের গতি যে ভিন্ন পথে ধাবিত হইতে পারিত Stata অমা- aty বুদ্ধি শক্তি যে acta সেবায় নিয়োজিত হইতে পারিত, ইহা সম্ভবপর afm মনে করা অমঙ্গত নহে।



Leave a Comment