ক্ষুধা [সংস্করণ-১] | Khudha [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ক্ষুধা ৫ সদা। চেপে ate (বাদামের খোসা গুলো ফেলে ) ধ্যাতোর--চার পয়সায় আর কতক্ষণ চলে ? গজা৷। কুড়িয়ে পাওয়া-_ফুরিয়ে গেল | [সদা ও গজ! উঠে দাড়াল ] সদা। একটা জিনিষ শুধু দেখে যা গজা। দান করবো বললেই দান করা যায় Al | দানেরও ভাগ্য থাকা BIS | নইলে দাখ--পথে আনিটা কুড়িয়ে পেলাম। গেলাম ভিখিরীকে চ্যারিটি করতে। গিয়ে দেখি--ভিথিরীটা চিনে- বাদাম খাচ্ছে । অতএব সঙ্গে সঙ্গে চার পয়সার চিনেবাদাম কিনে ফেললাম! কিন্তু রমা গেল কোথায়? গজা। কী Safa, রমার জন্যে wait করবি--না বাড়ী যাবি? সদা। বাড়ী যাবো? বাপস্‌ ! বুড়ো জগৎ চৌধুরী ভাড়ার জন্যে টুল পেতে বসে আছে নির্ঘাৎ। বাড়ী বলিস নে গজা, বল্‌-_হট্টমন্দির, শয়নং হট্মন্দিরে | বেশী রাস্তিরে যাওয়া যাবে, আপাতত চল্‌ রমার খোঁজ করি। 'একটু মাটির দিকে চোখ রেখে চল্‌ ভাই ! যদি আর দু একটা আনি পাওয়া যায়--তাহলে আর ভাজি চিনেবাদাম manage Fal যাবে। চাদ উঠলে অনেক সময় পকেট থেকে পয়সা পড়ে যায় তো! গজা। চাদ উঠলে ? চাদ উঠলে লোকের পকেট ছ্যাদা হবে কেন? সদা। পকেট না, brain ছ্যাদা হয় যে! [ সদা ও গজা অন্যদিকে চলে যাবে বলে পা বাড়িয়েছে, এমন সময় হন্হন্‌ করে পূর্বদৃষ্ট সেই একুশবার বলা লোকটি সেখান দিয়ে চলে যাচ্ছে দেখা গেল। সদা তাকে ধরে ফেললো I লোকটি প্রৌঢ় । ] সদা। কী ব্যাপার দাদা ? এমন ভাবে ছুটোছুটি করছেন কেন ? 'লোক্টি। ছুটোছুটি কোথায়? ব্যায়াম করছি যে!



Leave a Comment