কথায় কথায় | Kathay Kathay

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
হেঁশেলে সেদিন তার ঢোকা বারণ। প্রিয় স্যুপ বানিয়ে নিয়ে এসে বউমা শাশুড়ি-মার হাতে তুলে দিয়ে বলছে, 'মা খান?” সেদিন তার মেয়েরাও এসেছে জামাইদের নিয়ে। জামাই বাবাজীবনেরা মাদার-ইন-ল-র প্রশংসায় পঞ্চমুখ | তার কন্যারত্বদের দৌলতে তাদের জীবন ধন্য | 'মাদারস্‌ ডে'-তে মাকে সংসারের কুটোটিও নাড়তে দেয়া হয় না। রাজেন্দ্রাণীর মত তার প্রতি ব্যবহার করা হয় Cafes | 'মাদারস্‌ ডে'র পরে একদিন আমি কোনও কারণে আবার সেই বাড়িতে গিয়েছি। এবার দেখি সব বিপরীত চিত্র । মা চরকিবাজির মতো হেঁশেল থেকে এঘর ওঘর করছেন। সম্ভান-সম্ভতিরা পায়ের ওপর পা তুলে টিভি দেখতে দেখতে বা বই পড়তে পড়তে কফি বা অন্য কিছু খাচ্ছে। নীরবে মা যার যেটা দরকার তার হাতে সেটা তুলে দিচ্ছেন। প্রতীকী 'মাদারস্‌-ডে'র শোধবোধ হচ্ছে CTT কিছুক্ষণের মধ্যেই পুত্র বউমা আলাদা আলাদা গাড়ি নিয়ে অফিসে চলে গেল। যথাসময়ে স্কুলের বাস এলে নাতি নাতনিরা স্কুলের উদ্দেশ্যে রওনা হল। ব্যস্ততা হাস পেলে মা হাপ ছেড়ে বীচলেন CAA | প্রৌঢ়া মেমসাহেব মা এবং আমি মুখোমুখি। একথা সেকথা বলতে বলতে 'মাদারস্‌ ডে”র প্রসঙ্গ এল। মা বললেন, “তুমি তো ইন্ডিয়া থেকে এসেছ, তাই না?” “হ্যা আমি বললাম। অর্থময় হেসে মেমসাহেব মা বললেন, এদেশে তো বছরে মাত্র একদিন 'মাদারস্‌ ডে” হয়। তোমরা নাকি ইন্ডিয়ায় পর পর তিনদিন 'মাদারস্‌ ডে” PS | তোমাদের মায়েদের কী আনন্দ! আমি আকাশ থেকে পড়লাম। আমরা তিনদিন ধরে দেশে মাতৃবিদস পালন করি — সে আবার কবে? মেমসাহেব মা বললেন, তোমরা নাকি গড়েস দুর্গার ওয়ারশিপ কর তিনদিন ধরে। দুর্গাপূজা তো মায়ের পূজা এটাই তো “মাদারস ডে”, তাই না? সপ্তমী, অষ্টমী, নবমী — এ তিন দিন ধরে মায়ের পুজো হয় দেশে। আমি অবাক হয়ে গেলাম। মেমসাহেব মা এসব কথা জানলেন কোথেকে? 'তোমার আগে এখানকার য়ুনিভার্সিটিতে পড়তে আর একটি ইয়ংম্যান এসেছিল। সে তোমার মতোই ইন্ডিয়ান এবং বেঙ্গলি। সে আমাকে ইন্ডিয়াতে 'মাদারস ডে উদযাপনের কথা AAR!’ আমি বুঝলাম, বাঙালি তরুণটি সব কথা খুলে বলেনি মেমসাহেব TITS | তিনদিন আনন্দানুষ্ঠানের শেষে চতুর্থাদিন দশমীতে মাকে আমরা জলে বিসর্জন দিয়ে দিই — সে কথা গোপন রেখেছে সে। ১৪



Leave a Comment