গঙ্গা মাইয়া | Ganga Maiya

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
গঙ্গা মাইয়া 7 দুই ওস্তাদ আখড়ার মাটি কপালে ছুঁইয়ে মনে মনে গুরুকে প্রণাম জানালো। তারপর একে অন্যের চোখে চোখ রেখে ধীরে ধীরে এগিয়ে এসে পরস্পরের দিকে হাত বাড়াল। একে অন্যের হাতের আঙুল স্পর্শ করল,-_আর সহসা বিদ্যুৎ চমকের মতো এক অঘটন ঘটে গেল। গোপী তার ডান পা তুলে জোখুর পেটে সজোরে লাথি মারল। বুড়ো চিৎকার করে যেন IL উড়ে গেল, শূণ্য থেকেই একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল আর পরক্ষণেই একটা বিশাল বড় পাথরের মতো জোখুর প্রাণহীন দেহটা আখড়ার মাটিতে লুটিয়ে পড়ল। জনতা স্তব্ধ । বাজনা থেমে গেছে। জোখুর দলের লোকেরা ভয়ে ভয়ে এগিয়ে এল। ঝুঁকে দেখল জোখুর দেহ নিষ্প্রাণ, ঠাণ্ডা। কী হবে এবার? ওদের চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল, “এ তো রীতিমতো অন্যায় নীতিবিরুদ্ধ কাজ। হাত মেলানোর আগেই CHR] ওস্তাদকে মেরে ফেলা হল। FR সব নিয়ম এই কাপুরুষটা ভেঙেছে। আমরা একে আস্ত রাখব না।” ভীড়ের মধ্যে নানান চিৎকার শোনা গেল। গোপী হতভম্ব হয়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ কী হল সে নিজেও বুঝতে পারছে না। বোঝার সময়ও নেই। জোখুর দলের লোকেরা লাঠি উঠিয়েছে। অন্য দলও চুপ করে নেই। খটাখট লাঠি চলতে লাগল। ভীড় ছত্রভঙ্গ হল। কারুর মাথা ফেটে রক্তের ধারা বইল। কেউ হাতে পায়ে চোট পেয়ে উল্টে পড়ল। জোখুর দল ক্রমশঃ দুর্বল হয়ে পড়ায়, তারা নিজেরাই নিজেদের দলকে fae করল। ঘটনাটা গোপীর গ্রামে ঘটেছে। জোখুর দল অন্য গ্রাম থেকে এসেছে। তারা নিজে থেকে থেমে না গেলে কাউকে আর বেঁচে ফিরতে হ'ত না! লড়াই থেমে গেল। 'কাছারিতে দেখা হবে'-__এই ছমকি দিয়ে জোখুর দল ফিরে গেল। এই ধরণের ঘটনা কাছারি পর্যন্ত টেনে নিয়ে যাওয়া খুব সম্মানের ব্যাপার হত না। এতে মর্যাদা বৃদ্ধি পায় না, বরং FA হয়। CHL পালোয়ানের এইভাবে মৃত্যু হওয়ায় অপবাদ কী কম হয়েছে যে আদালত পর্যন্ত সেটা টেনে নিয়ে যেতে হবে? এলাকার দারোগা গোপীর বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করতে এসেছিলেন, কিন্তু গোপীর দল তার পকেট গরম করতেই তিনি নিরস্ত হলেন। ঘটনার ফলস্বরূপ জোখুর গ্রামের লোকেরা গোপী ও তার পরিবারের শত্রু হয়ে দাড়াল। এই অন্যায় তারা কিছুতেই ভুলতে পারল না। জোখুর মৃত্যু গোপীর মনেও গভীর রেখাপাত করল। সে জীবনের মতো FS ময়দান থেকে সরে এল। মাণিক ও গ্রামের লোকেরা অনেক বুঝিয়েও তাকে ফেরাতে পারল না। গোপী ঘর-গেরস্থালির কাজে সবরকমে TATE সাহাযা করতে লাগল।



Leave a Comment