হাছন রাজা সমগ্র | Hasan Raja Samagra

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
38 অনুসন্ধান শুরু করেন। ইতোমধ্যে দৈনিক সিলেটবাণী' পত্রিকায় তাঁর 'হাছন রাজার Boga’ শীর্ষক লেখা বেরুনোর সংবাদ শুনে আশান্বিত হই। আমার এই আশা পরিপূর্ণতা লাভ করে যখন 'পাঠক সমাবেশের' সত্ত্বাধিকারী জনাব সাহিদুল ইসলাম বিজু এবং তাছাওয়ার জানান যে, Vt পাওয়া গেছে'। অন্য ক'জন বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাংবাদিকের সঙ্গে আমার যোগদানের অভিজ্ঞতা হয়েছিল সুনামগঞ্জের এমন দুটি বিশাল 'হাছন লোক উৎসবে'র দক্ষ সংগঠক, দেওয়ান পরিবারের সদস্য, এঁতিহা সংরক্ষক ও কবি মমিনউল মউজদীন ও তার স্ত্রীর হেফাজতে রক্ষিত পারিবারিক কাগজপত্রের মধ্য থেকে পাওয়া গেছে ARAM প্রতিম হাছন রাজার অপ্রকাশিত গানের বেশ কটি খাতা। খাতার গানগুলো বিভিন্নজনের হাতে লেখা। এই খাতায় প্রাপ্ত গানের সংখ্যা তিনশটির অধিক। এ যে আমাদের সংস্কৃতি ক্ষেত্রের এক বড়ো খবর তা ভেবে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ি। এমন অভিজ্ঞতা আমারও হয়েছিল যখন মীর মশাররফ হোসেনের বেশ কিছু অপ্রকাশিত eft আম দেখার সুযোগ পাই তার পৌত্র সৈয়দ সাদুল্লাহ্‌র কাছে, ঢাকায় । তো, বলতেই হয় হাছন-রাজার এই নতুন Alesis পাওয়ার ফলে তার গানের ইতোপূর্বে অপ্রকাশিত এক বিরাট ভাণ্ডারের সঙ্গে পাঠকদের পরিচয় ঘটবে | এতে ওই খ্যাতনামা সাধকের জীবন-দর্শন ও মানস- জগতকে আরো বিশদভাবে জানা-বোঝার ক্ষেত্র প্রস্তুত হলো। আনুপূর্বিক বিস্তৃত জীবন তথ্য উদ্ধার করতে না পারলেও এই কাজের জন্য তাছাওয়ার রাজা ও মমিনউল মউজদীনকে আমরা সাধুবাদ জানাই! 'হাছন রাজা Hag’ বিপুলায়তন বই ! এর দু মলাটের মধ্যে এখন স্থান করে নিয়েছে হাছন রাজার সংক্ষিপ্ত জীবনী, তার পূর্ব-প্রকাশিত 'হাছন-উদাস'-এ অন্তর্ভুক্ত ২০৬টি গান, সদ্য পাওয়া ৩৪৩টি নতুন গান, তার দুষ্প্রাপ্য ay ‘only বাহার', দেওয়ান গণিউর রাজার ডায়েরি থেকে উদ্ধারকৃত হাছন-রাজার পছন্দের ঘোড়া, হাতি ও কোড়া পাখির নাম, তাদের বিচিত্র আচার-আচরণ ও স্বভাবের কৌতুহলোদ্দীপক বর্ণনা, হাছন রাজা ওয়াকফ ইস্টেটের দলিলের চুম্বক, অনেকগুলো মূল্যবান আলোকচিত্র এবং অপ্রকাশিত নতুন গানের খাতার প্রামাণ্য আলোকচিত্র, সুধীজনের দৃষ্টিতে হাছন রাজা, হাছন রাজা বিষয়ক লেখার বিস্তৃত তথ্যপঞ্জি ইত্যাদি । তবে আবুল আহসান চৌধুরী সম্পাদিত ‘PF হাছন রাজা'র ভূমিকায় প্রীতিকুমার চন্দের লেখার বরাত দিয়ে উল্লিখিত (প্রভাতচন্দ গুপ্তও এ বইয়ের কথা বলেছেন) 'হাছন বাহার' হাছন রাজা সমগ্রে অন্তর্ভুক্ত হয়নি | সংকলক বলেন, এ বইয়ের কোনো খৌজ তারা পাননি। ফলে এরকম বই বেরিয়েছিল কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। যাহোক হাছন গবেষকদের জন্য “হাছন রাজা সমগ্র” এক আকর গ্রন্থ হিসাবে বিবেচিত হবে বলেই আমাদের বিশ্বাস দুই হাছন রাজার জীবন-কথা ধারাক্রমিক (Chronologically )-Ot4 এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এর অনেক কারণ আছে। আমরা মনে করি, কোনো গবেষকই দীর্ঘকাল ধরে নিবিষ্টভাবে লেগে



Leave a Comment