চড়াইডিহর শালুকফুল এবং হোরিয়ালি | Charaidihar Shalukphul Ebang Hariali

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
১৮ চড়াইডিহর শালুকফুল জোজোমামা নাকি বলেছিলেন, ত্যাগ আর কোথায় করল। ওরা বিদেশে কাজের মধ্যে থাকে। পনেরো দিনের ছুটি পায় মোটে --কোথাও হলিডেতে যায়। পশ্চিমী দেশের জীবন তো আমাদের দেশের মতো ঢিলেঢালা নয়। কাজই ওদের কাছে সব। বড়মামিমা বলেছিলেন, জানি না জোজো। ওদের কথা ওরাই জানে। আমার মরার সময়ে মুখে জল এই শালুকফুল আর হনসোরাই দেবে। ভানি না, এই শ্মশান জাগিয়ে একা একা আর কতদিন বেঁচে থাকব? তোর! অল্পদিনের জন্যে আসিস। তাই তোদের এত ভাল লাগে। আমার মতো যারা সারা বছর থাকে তাদের একঘেয়ে লাগতে বাধ্য। যদি কেউ সুইজারল্যান্ডে থাকে তারও হয়তো তাই-ই লাগে। ছেলেমেয়ের কাছে মাঝে মাঝে গেলেই পারেন। গেছি তো তিন-চারবার। ও দেশের জীবনযাত্রা আমার ভাল লাগে না। বড় পরাধীন লাগে। &



Leave a Comment