গৌড়লেখমালা [খণ্ড-২] | Gourlekhamala [Vol. 2]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
অবতরণিকা। করিত, * কখন বা রাজশক্তির অপব্যবহারে অসহিষ্ণু হইয়া, রাজসিংহাদন ater করিত। 1 oat প্রমাণ এই সকল প্রাচীন লিপিতেই প্রচ্ছন্ন হইয়! রহিয়াছে। তাহা স্মরণ করিলে মনে দয়, afore চিরসঞ্চিত অধিকারসমূহ স্বীকার করিয়া রাজ্যপালন করিতে হইত বলিয়াই, দানকালে তাহাদের সম্মতি গ্রহণের ay রাজাকে “Haney watt” বা তদনুরূপ বাক্যাবলী দালপত্রে উৎকীর্ণ করাইতে হইত । তুমি কাহার,--রাজার কি প্রজার,--তাহা! লইয়া মানবসমাজে অনেক কলহ বিবাদ হইয়া গিয়াছে। ভারতবর্ষে রাজা ভূমির প্রতিপালক ( রক্ষাকর্ত! ) afta প্রতিভাত ;--রক্ষা করিতেন বলিয়া! ( প্রতিদানরূপে ) উৎপন্ন শস্তের অংশ লাভ করিতেন । MD উৎপন্ন হউক বা না হউক, তুমি অধিকার করিতে হইলেই প্রজাকে নির্দিষ্ট কর প্রদান করিতে হইবে, এরূপ শাসন-নীতি রাজাকেই ভূমির অধিকারী afin প্রতিপন্ন করে। প্রজা তাহা স্বীকার করিয়া লইয়া, তুমি কর্ষণ করে; SETH ভূমিতে স্বামিত্ব লাভ করিতে পারে না। এরূপ শাসন-নীতি fea বর্গফলের অনুপাতে কর ধার্য্য করিয়া থাকে, ভজ্জন্য দানপত্রাদিতেও তাহা উল্লিখিত হয়। পালনরপাল- গণের তাম্রণাসনে ভূমির পরিচয় আছে; চতুঃসীমার উল্লেখ আছে; কিন্তু বর্গফলের উল্লেখ ate | সেকালের বাঙজস্ব-নীতির প্রকৃতি কিরূপ ছিল, ইহাতে তাহার কিছু আতাস প্রাপ্ত হওয়া যায় fe না, তাহা চিস্তনীয় | শাসন এবং সংরক্ষণ কার্য Peart সম্পাদিত হইত, তাম্রশাসনে তাহার যথেষ্ট পরিচয় atte হওয়া যায়। Wal “মহতী দেৰতা”, তিনি “নররূপে” অবনীমগণ্ডলে অবতীর্ণ হইলেও, সাক্ষাৎ সম্বন্ধে ANNA করেন না। সে কার্য নানাশ্রেণীর রাজপুরুষের সাহায্যে সম্পাদিত হইয়া থাকে । তাহাদিগের পদবিজ্ঞাপক-উপাপিপগুলি তাম্রশাসনে উল্লিথিত থাকায়, তাহা হইতে তাহাদিগের রাজকার্য্যের পরিচয় লাভ করা যায়। এই সকল পদবিজ্ঞাপক-উপাধি এখন অপ্রচলিত হইয়া পড়িয়াছে বলিয়া, তাহার ব্যাখ্যা-কার্্যে লিপ্ত হইয়া, স্থধীগণ নানা বিচার- বিতপ্ডার অবতারণা করিতে প্রবৃত্ত হইয়াছেন। মুদ্রাযন্ত্র পচলিত হইবার পর বঙ্গাক্ষর কিরূপ আকার ধারণ করিয়াছে, তাহা সকলের নিকটেই সুপরিচিত i বঙ্গাক্ষরের এরূপ আকার চিরদিন প্রচলিত ছিল না। কিরূপে, কতদিনে, বঙ্গাক্ষর তাহার বর্তমান আকার লাভ করিয়াছে, তাহা সকলের নিকট সুপরিচিত হইতে পারে ate | পাও এশা লে arn me ed a et a Nl A A A SE SN RR ICG AR I আচ i ne aS একস সস সন ক লক দল meh aU bide widen * পালবংশের প্রথম রাজা গৌপালদেব এইরূপে aie নির্বাচিত হইয়াছিলেন বলিয়া তারানাথ যে জনক্রতির উল্লেখ করিয়া গিয়াছেন, গোপালদেবের পুত্র ধর্মগালদেবের [ খালিমপুরে আবিষ্ক,ত ] তাম্রশাসনে [ oye cutee ] তাহা একটি এতিহাসিক via বলিয়াই উল্লিখিত আছে | 1 দ্বিতীয় মহীপালদেবকে সিংহাসনচ্যুত ও নিহত করিবার যে আখ্যায়িক] “রামচরিত” কাবোযে উল্লিখিত আছে, রামপালদেবের কীন্তিকলাপের পরিচয় প্রদানের সময়ে, বৈদ্যদেবের [ কমৌলিতে আবিষ্কত ] তাম্রশাসনে { 8 শঘোকে ]তাহার আভাস প্রাপ্ত হওয়া যায়।



Leave a Comment