রবীন্দ্র উপন্যাস-সমগ্রহ | Rabindra Upanyas-sangraha

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
সূচনা অনস্তর্বিষয়ী ভাবের কবিত্ব থেকে বহির্বিষয়ী কল্পনালোকে এক সময়ে মন যে প্রবেশ করলে, ইতস্তত ঘুরে বেড়াতে লাগল, এ বোধ হয় কৌতূহল থেকে | প্রাচীর-ঘেরা মন বেরিয়ে পড়ল বাইরে, তখন সংসারের বিচিত্র পথে তার যাতায়াত আরম্ভ হয়েছে | এই সময়টাতে তার লেখনী গদ্যরাজ্যে নূতন ছবি নূতন নূতন অভিজ্ঞতা খুজতে চাইলে | তারই প্রথম প্রয়াস দেখা দিল বউ-ঠাকুরানীর হাট গল্পে একটা রোমান্টিক ভুমিকায় মানবচরিত্র নিয়ে খেলার ব্যাপারে, সেও অল্পবয়সেরই খেলা | চরিত্রগুলির মধ্যে যেটুকু জীবনের লক্ষণ প্রকাশ পেয়েছে সেটা পুতুলের ধর্ম ছাড়িয়ে উঠতে পারে নি । তারা আপন চরিত্রবলে অনিবার্য পরিণামে চালিত নয়, তারা সাজানো জিনিস একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে । আজও হয়তো এই গল্পটার দিকে ফিরে চাওয়া যেতে পারে । এ যেন অশিক্ষিত আঙুলের আকা ছবি, সুনিশ্চিত মনের পাকা হাতের, চিহ্ন পড়ে নি তাতে | কিন্তু আর্টের খেলাঘরে ছেলেমানুষিরও একটা মূল্য আছে | বুদ্ধির বাধাহীন পথে তার খেয়াল যা-তা কাণ্ড করত বসে, তার থেকে প্রাথমিক মনের একটা কিছু কারিগরি বেরিয়ে পড়ে | সজীবতার স্বতশ্চাঞ্চল্য মাঝে মাঝে এই লেখার মধ্যে দেখা দিয়ে থাকবে তার একটা প্রমাণ এই যে, এই গল্প বেরোবার পরে ASCH কাছ থেকে একটি অযাচিত প্রশংসাপত্র পেয়েছিলুম, সেটি ইংরেজি ভাষায় লেখা । সে পত্রটি হারিয়েছে কোনো বন্ধুর অযত্নকরক্ষেপে | বনষ্কিম এই মত প্রকাশ করেছিলেন যে, বইটি যদিও কাচাবয়সের প্রথম লেখা তবু এর মধ্যে ক্ষমতার প্রভাব দেখা দিয়েছে-_ এই বইকে তিনি নিন্দা করেন নি। ছেলেমানুষির ভিতর থেকে আনন্দ পাবার এমন কিছু দেখেছিলেন, যাতে অপরিচিত বালককে হঠাৎ একটা চিঠি লিখতে ore প্রবৃত্ত করলে । দূরের যে পরিণতি অজানা ছিল সেইটি Sia কাছে কিছু আশার আশ্বাস এনেছিল | ঙার কাছ থেকে এই উৎসাহবাণী আমার পক্ষে ছিল বছমূল্য | এই উপলক্ষে একটা কথা এখানে বলা আবশ্যক ৷ স্বদেশী উদ্দীপনার আবেগে প্রতাপাদিত্যকে এক সময়ে বাংলাদেশের আদর্শ বীরচরিত্রকূপে খাড়া করবার চেষ্টা চলেছিল | এখনো তার নিবৃত্তি হয় নি । আমি সে সময়ে Sia সম্বন্ধে ইতিহাস থেকে যা-কিছু তথ্য সংগ্রহ করেছিলুম তার থেকে প্রমাণ পেয়েছি তিনি অন্যায়কারী অত্যাচারী নিষ্ঠুর লোক, দিল্লীশ্বরকে উপেক্ষা করবার মতো অনভিজ্ঞ ওদ্ধত্য ভার ছিল কিন্তু ক্ষমতা ছিল না । সে সময়কার ইতিহাস- লেখকদের উপরে পরবর্তী কালের দেশাভিমানের প্রভাব ছিল a আমি যে সময়ে এই বই অসংকোচে লিখেছিলুম তখনো Sta পুজা প্রচলিত হয় নি। চৈত্র ১৩৪৬



Leave a Comment