ভারতে জাতীয়তা ও আন্তর্জাতিকতা এবং রবীন্দ্রনাথ [খণ্ড-১] | Bharate Jatiyata O Antarjatikata Ebong Rabindranath [Vol. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
সমাজকে সর্বপ্রথম আঘাত হানিলেন রামমোহন রায়। অপরদিকে ইউরোপের ca সম্পদকে, ইউরোপের জ্ঞান-বিজ্ঞানকে প্রবল শ্রদ্ধা ও নিষ্ঠার সহিত গ্রহণ করিবার প্রথম আহ্বান wal গেল তাঁহার নিকট হইতে । রামমোহনই আধুনিক বাংলা তথা ভারতবর্ষের প্রকৃত জনক, তিনিই জাতীয়তাবাদী ভাবধারার প্রকৃত শুষ্টা। অপরদিকে, পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা-সংগ্রাম ও প্রগতিশীল গণতান্ত্রিক চিন্তাধারাকে বিপুল আবেগ ও উচ্ছ্বাসে অভ্যর্থনা জানাইয়াছেন রামমোহন রায়। ১৮৩০ খ্রীষ্টাব্েের ১৫ই নভেম্বর রামমোহন বিলাত যাত্রা করেন। শিবনাথ stat মহাশয় লিখিতেছেন, “মানবের আত্মাকে রামমোহন অতি পবিত্র চক্ষে দেখিতেন | মনে করিতেন, এই মানবাত্ম৷ সেই বিশ্বাত্মারই অঙ্গীভূত। সকল প্রকার সামাজিক দাসত্ব ও 'রাজনৈতিক অত্যাচার ও দাসত্বকে তিনি এইজন্য অন্তরের সহিত yh করিতেন। এই কারণে পৃথিবীর যে-কোনো বিভাগে লোকে স্বাধীনতা লাভের চেষ্টা করিত তাহারই সহিত তাঁহার হৃদয়ের যোগ হইত, এবং স্বাধীনতা! লাভ-প্রযাসে কোনে৷ জাতি অকৃতকার্য হইতেছে জানিলে তিনি whew হইতেন। ইটালীয়ানগণ অনেক চেষ্টার পর যখন অক্টীয়াবাসিগণের নিকট পবাস্ত হইল, তখন সেই সংবাদে রামমোহন রায় কলিকাতাতে শয্যাস্থ হইলেন, নিমন্ত্রণ রক্ষা! করিতে পারিলেন না। অপরদিকে স্পেনে যখন নিয়মতন্ত্রপ্রণালী প্রতিষ্ঠিত হইল তখন তিনি আনন্দে কলিকাতার টাউন-হুলে ভোজ দিলেন। তাহার Basa কর্মচারী ডিগ্বীসাহেব লিপ্নিয়াছেন যে, তাঁহার নিকট কর্ম করিবার সময় ডিগ্বী অনেকবার দেখিয়াছেন যে রামমোহন রায় ফরাসী বিপ্লবের বিবরণ জানিবার জন্য ব্যগ্রতাসহকারে বিলাতী ডাকের অপেক্ষা Saul থাকিতেন, যদি দেখিতেন যে স্বাধীনতা! পক্ষের পরাজয় হইতেছে তাহা হইলে দরদর ধারে তাঁহার দুই কপোলে অশ্রধারা বহিত। কুমারী কলেট বলিয়াছেন যে, ইংলগুগমনকালে গুডহোপ wet গিয়| জাহাজে পড়িয়৷ গিয়া রামমোহন রায়ের পা ভাঙিয়া গিয়াছিল। কিন্তু যখন তিনি দেখিলেন যে, ফরাসী-জাহাজে স্বাধীনতার পতাকা উড্ডীন করিয়াছে তখন ভগ্লপদ লইয়াই সেই জাহাজে fra সেই পতাকাকে অভিবাদন করিবার জন্য ব্যগ্র হইলেন। তাঁহার জাহাজের কাণ্ডেন অনেক নিষেধ করিলেন, সে নিষেধ তিনি কোনোমতেই স্তনিলেন না; Site অতিকষ্টে জাহাজে fi সেই পতাকাকে অভিবাদন করিলেন। আসিবার সময় ফ্রান্সের জয়ধ্বনি করিতে করিতে আসিলেন।” [শিবনাৎ শাস্তরী--প্রবন্ধাবলী ] [ ছয়]



Leave a Comment