এ যুদ্ধে আমাদের | A Juddha Amader

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
MATA যুদ্ধের কারণ ৷ এবং দেশের মধ্যে দারিদ্্য ও বেকার সমস্যার আবির্ভাব ঘটিল। কারখানার মালিকেরা ইহাতে এক নূতন সমস্যার সম্মুখীন হইলেন | পূর্বের উৎপন্ন দ্রব্যগুলি দেশের মধ্যে বন্টিত হইবার যে উপায় ছিল তাহা বন্দ হইয়া গেল । দেশের লোক দরিদ্র ও বেকার, জিনিষ কিনিবে কে ? কাজেই কারখানার মালিকদের সামনে ছুটি সমস্য! দেখা দিল। তাহাদের জিনিষ বিক্রয়ের উপযুক্ত বাজার চাই । না হইলে উৎপন্ন মাল পড়িয়া থাকে। আবার দেশের সাধারণ লোকের বেকার AND ঘুচানে৷ চাই | নহিলে দেশে দারিদ্র্যে এবং অনাহারে তাহার! বিপ্লব ঘটায় । তাহার পরে দেশের লোককে যদি কাজ দিতে হয় তাহ। হইলে আরও কারখানা! স্থাপন Fal দরকার। তাহার জন্য আরও বিজ্তৃত বাজার চাই। আরও বেশী কারখানা স্থাপনের তাগিদ অবশ্য আসিয়াছে বেশী মুনাফার লোভ হইতে ৷ কাজেই যে কোন রকমে বিস্তৃত বাজার চাই | এই বিরাট উৎপাদন ব্যবস্থাকে চালু রাখিবার জন্য আবার কাচা মাল চাই। কোন এক দেশের মধ্যে এত কাচা মাল পাওয়া কষ্টকর। তদুপরি অমশিল্লের প্রসার এবং কৃষির সঙন্কোচন বা বিলোপের সঙ্গে কাচা মাল অপ্রাপ্য হইয়| ওঠে। এই কাঁচা মাল যোগাইবার দেশও হাতে থাকা চাই |



Leave a Comment