কাঁটায়-কাঁটায় [খণ্ড-৪] [সংস্করণ-২] | Kantay-kantay [Vol. 4] [Ed. 2]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
কাঁটায় কাঁটায়-৪ ফর্সা নয়। ময়লাই। বয়স আন্দাজ চবিবশ-পঁচিশ। মলিন বসন সত্তেও তাকে ঠিক ঝি-ক্লাসের বলে মনে হচ্ছে না। সাক্ষীর কাঠগড়ায় বসে আছে মাঝবয়সী একজন। মনে হয় খেটে-খাওয়া মানুষ। দাড়ি কামায়নি। টুইলের ডোরাকাটা হাফশার্ট পরনে। প্যান্ট আর চপ্পল। প্রতিবাদীর তরফে সাক্ষীকে যিনি জেরা করছেন তিনি তরুণ-বয়স্ক। সুদর্শন, সুসঙ্জিত কিন্তু অনভিজ্ঞ বলে মনে হল বাসুসাহেবের। উকিলবাবু বললেন, রাতটা ছিল কৃষ্ণপক্ষের ত্রয়োদশী, তাই তো? -_তা তো বলতে পারবো না ছজ্র, আমি পাঁজি দেখিনি। ai, মানে বেশ অন্ধকার ছিল? SNCS না। রাস্তায় জোরালো বাতি জ্বলছিল। তাছাড়া হোটেলের সামনেও নিয়নবাতির সাইনবোর্ডের জোর আলো ছিল। মানুষজন চিনতে অসুবিধা হবার কথা নয়। --ও, তার মানে, রাস্তার সব কিছু তুমি দেখতে পাচ্ছিলে? — NT সে কথা তো বারে বারেই বলছি। -_না, মানে আসামীকে চিনতে পেরেছিলে ঠিক? -আল্ছে Qt এই নিয়ে তিনবার সে কথা বললাম ছহুজুর। — Ph তখন মোটরপগপ্াড়িটা থেকে কত দূরে? -_তা বিশ-পঞ্চাশ হাত হবে, মেপে দেখিনি! --_তুমি এখানে দাঁড়িয়ে কী করছিলে তখন? -__-এঁ যে বললাম, তখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আমি বৃষ্টিটা ধরার অপেক্ষ করছিলাম, গাড়ি-বারান্দার তলায়। -__রাস্তায় তখন আর কেউ ছিল না? OCH না। শুধু আমারা দুজন। বৃষ্টি পড়ছিল বলে লোকভান-_ -_তোমায় যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। ফালতু কথা বলবে না। তুমি কী দেখলে? এ মেয়েটি সে সময় কী করছিল? -_-আবার সেকথা বলব? এইমাত্র তো বললাম..... ঠিক আছে। ঠিক আছে। আবার বলছি। আমি ছিলাম মেয়েটির পিছনবাগে। সে আমাকে দেখতে পাচ্ছিল না। সে গাড়ির পিছনদিকের ডিকিটা খুলে তার ভিতর থেকে একটা স্যুটকেস বার করছিল...। -_-জাস্ট আ মিনিট। সে মোটরগাড়ির পিছনের ডিকিটা খুলল কী করে? সেটা খোলাই ছিল, না কি তালা খুলে ডালাটা ওঁঠালো? OTH তা বলতে পারব না। আমি যখন ওকে প্রথম নজর করি তার আগেই ও ডিকিটার ডালাটা দুহাতে ধরে তুলেছে। তারও আগে সে কী করেছিল, কীভাবে ডিকিটার ডালা খুলেছিল 14



Leave a Comment