জীবন-স্মৃতি | Jiban-Smriti

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
শিক্ষারস্ত ৭ তাহার হাসিতামাশা। বাড়িতে নূতনসমাগত জামাতা- দিগকে সে বিদ্রপে কৌতুকে বিপন্ন ofan তুলিত। মৃত্যুর পরেও তাহার কৌতুকপরতা কমে নাই এরূপ জনশ্রুতি আছে | একসময়ে আমার গুরুজনের] প্ল্যাঞ্চেট-যোগে পরলোকের সহিত ডাক বসাইবার চেষ্টায় প্রবৃত্ত ছিলেন। একদিন তাহাদের প্ল্যাঞ্চেটের পেন্সিলের রেখায় কৈলাস মুখুজ্যের নাম দেখ| দিল । তাহাকে জিজ্ঞাসা করা হইল, তুমি যেখানে আছ সেখানকার ব্যবস্থাটা কিরূপ, বলো দেখি। উত্তর আসিল, আমি afaa যাহা জানিয়াছি, আপনারা বাঁচিয়াই তাহা ফাঁকি faa জানিতে চান ? সেটি হইবে না। সেই কৈলাস মুখুজ্যে আমার শিশুকালে অতি দ্রুতবেগে মস্ত একটা ছড়ার মতো বলিয়। আমার মনোরঞ্জন করিত। সেই ছড়াটার প্রধান নায়ক ছিলাম আমি এবং তাহার মধ্যে একটি ভাবী নায়িকার নিঃমংশয় সমাগমের আশা! অতিশয় উজ্জ্বলভাবে ae ছিল। এই যে ভুবনমোহিনী বধুটি ভবিতব্যতার কোল আলো করিয়। বিরাজ করিতেছিল aul শুনিতে শুনিতে তাহার চিত্রটিতে মন ভারি উৎস্থক হইয়া CSG 1 আপাদমস্তক তাহার যে বহুমূল্য অলংকারের তালিকা areal গিয়াছিল এবং মিলনোৎসবের যে অভূতপূব সমারোহের বর্ণনা শুনা] যাইত তাহাতে অনেক প্রবীণবয়স্ক স্মৃবিবেচক ব্যক্তির মন চঞ্চল হইতে পারিত--কিন্তু বালকের মন যে মাতিয়] উঠিত এবং চোখের সামনে নানাবর্ণে বিচিত্র আ্চর্য wats দেখিতে পাইত তাহার মূল কারণ ছিল



1 thought on “Jiban- Smriti”

Leave a Comment