দীন চণ্ডীদাসের পদাবলী | Dina Chandidaser Padabali

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
১ দীন চণপ্ডীদাসের পদাবলী বিষয়ের প্রতি লক্ষ্য করিলেই ইহা সহজে ধরা যাইতে পারে। “তাল হইল আরে বঁধু আসিলা সকালে” ইত্যাদি পদটি লইয়া ইতিপুর্বের আলোচন] করা হইয়াছে | আমরা দেখিয়াছি যে, পদক্ল্লতরুর পুর্ন্ববর্তা রাসমগঞ্জরী acs ইহা অন্যের ভণিতায় পাওয়া যায়। তথাপি একটা কথা উঠিয়াছে যে, চণ্ডীদাস-রচিত পদটি গোপালদাস fase করিয়৷ লইয়াছেন, ইহাও বিবেচনার বিষয় abi পদটি খণ্ডিতা- পর্যায়ের অন্তগত। কোন নায়িকার সঙ্গে রাত্রি যাপন করিয়া তাহার ভোগচিহ্ন অঙ্গে ধারণ করত যদি নায়ক অপর নায়িকার নিকটে প্রভাতে আসিয়া উপস্থিত হয়, তাহা হইলে তাহাকে দেখিয়া শেষোক্ত নায়িকা খণ্ডিতা-দশ! প্রাপ্ত sa) ইহর বিশেষত্ব এই যে, অন্য নায়িকার ভোগচিহন অঙ্কে ate} চাই, প্রভাতে wha উপস্থিত হওয়া] চাই, নতুবা খণ্জডিতা হয় না, ইহাই রসশাস্ত্রের সূত্র। VHS পদটিতেও এই সকল অবস্থাই বণিত esac এখন নীলরতনবাবু- কর্তৃক সম্পাদিত চণ্ডীদাসের পদাবলীর পদণ্ডলি পর্য্যবেক্ষণ করা যাউক 1 এ acy খণ্ডিতা-পর্থ্যায়ে অনেকগুলি পদ সঙন্কলিত রহিয়াছে। পালার অআকারেই যে এই বিযয় বণিত হইয়াছিল, তাহ পদগুলি পাঠ করিলে স্পন্টই ধারণা জঙন্মিয়া থাকে | সঙ্ধেতানুযায়ী রাধার সঠিত মিলিত হইবার জন্য৷ কুষ্ণ চলিয়াছেন, পথে চন্দানলী আসিয়া wera fash Fre লইয়৷ গেলেন । তথায় রাত্রি যাপন করিয়া কৃষ্ণ নাসিয়া রাধার নিকট প্রভাতে উপস্থিত হইয়াছেন । ইহার পরে আলোচ্য পদটিতে এবং পরবর্তী ৬টি পদে চন্দ্রাবলীর ভোগচিহ্ন উল্লেখ sian রাধা কৃষ্ণের প্রতি ক্ট্ক্তি প্রয়োগ এবং করিতেছেন | * পালাটিতে তৎপর কৃষ্ণের উত্তর " এবং রাধিকার প্রহ্যত্তর প্রভৃতি afte রহিয়াছে | এখন প্রধান বিব্ে্চ্যে বিষয় এই যে, এক কথারই apie করিয়| কবি উক্ত ৭টি পদই রচন1 করিয়াছিলেন কি না ? পদগুলিতে প্রভাতে আসিবার কথা, এবং নায়িকার ভোগচিহ্নের উল্লেখ রহিয়াছে | ইহাই একমাত্র এই সকল পদের বিশেষত্ব । কবি রসশাস্্রের বিধানানুযায়ী পদমধ্যে এই সকল বিষয়ের সমাবেশ করিয়াছেন মাত্র। অতএন একই কবি একই ভাবের এতগুলি পদ রচনা করিয়াছিলেন বলিয়া ধারণা করিতে পারা যায় না, কারণ ইহা saya প্রয়োজনাতিরিক্ত অনাবশ্যক পুনরুক্তি মাত্র। আবার She দেখা যাইতেছে যে, “ভাল হৈল আ'র বঁধু মাসিল] সকালে” Sortie পদটি যেমন গোপালদাসের ভণিতায় পাওয়া যাইতেছে, সেইরূপ “Seal ge aay এখানে থাক” ইত্যাদি পদটি নরহরির ভণিতায় পাওয়া যায় (৯০৯ সং পদ দ্রেন্টব্য), “হেদে তে নিলাঙ্গ বঁধু লাজ নাহি বাস” ইত্যাদি পদটির অনুরূপ পদও নরোত্তম ও গোবিন্দদাসের ভশণিতায় মিলিতেছে (৯১০ সং পদ WHAT) এবং “dy, কহ না রসের কথা শুনি” Seria পদের ম্যায় আর একটি পদ নরহরির ভণিতায় পাওয়া যায় (৯১১ সং পদ দ্রফ্ণবা )। অবশিষ্ট তিন্টি (৯১২- ৯১৪ সং পদ Mo) অন্যের ভণিতায় পাওয়া যায় নাই । ইহাদের একটি চণ্ডীদাস রচন৷ করিয়াছিলেন বলিয়৷ ধারণা করিলেও আখ্যায়িকার ব্রুমতঙ্গ হয় ন।। এই সকল বিষয় বিবেচন|] করিয়া] গোপালদাস-রচিত পদই চঞণ্ডীদাসের নামে চলিতেছে বলিয়া আমরা সিদ্ধান্ত করিতে ate হইতেছি। পদটিকে বিচ্ছিন্ন ভাবে গ্রহণ করিলে ইহার প্রকৃত স্বরূপ wa কষ্টকর হয় বটে, কিন্তু পালার মধ্যে স্থাপন করিয়৷ অন্যান্য পদের সহিত Sat করিলেই ইহার সম্বদ্ধে স্পট ধারণা acy |



Leave a Comment