For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)২০ ফুলে গন্ধ নেই পাশের দুটো সিটে। ফলে সামনের পুরো দৃশ্যটাই যেন বিশাল প্যানোরামিক স্ক্রিনে ভেসে
উঠছে। পাহাড়ের প্রতি বাঁকে নতুন নতুন দৃশ্য | প্রতি বাকেই প্রকৃতি যেন সৌন্দর্যের পসরা
সাজিয়ে রেখেছে। ভোরের বিমর্যতা কেটে যাচ্ছিল নয়নের মন থেকে | ধীরে ধীরে তার স্বাভাবিক চাঞ্চল্য,
স্বাভাবিক উচ্ছলতাগুলো গোলাপকে মাতিয়ে দিচ্ছিল। বাসের মধ্যে গোলাপ মাঝে মধ্যেই
একটু অসভ্য হবার চেষ্টা করছিল। নয়ন কপট বাধায় তাকে নিবৃত্ত করলেও একেবারে বাধা
দেবার মতো কোন গরজ দেখাচ্ছিল না। এই বাসের অধিকাংশ প্যাসেঞ্জারই সম্ভবত নব
দম্পতি। হাই ব্যাকসিটের সুযোগে সকলেই প্রায় এক দেহ এক আত্মা । আসলে প্রকৃতি যেখানে
উদার, উম্মুক্ত, আবিলতার বালাই নেই, সেখানে তৃচ্ছ লোকলজ্জাগুলো আপনা থেকেই সরে
যায়। নির্জন প্রকৃতি লাজলজ্জা ঘুচিয়ে মানুষকে ফিরিয়ে নিয়ে যায় আদিমতায়। আসলে প্রকৃতি
মানুষের লজ্জা দেখার সময়ই পায় না। রোটাং এর শেষটায় ওদের যাওয়া হোল AT | বরফে রাস্তা TSU | ড্রাইভার যখন জানালো
বাস আর এগুবে না, তেমন করে কারো কিন্তু আফসোসের কিছু ছিল না। আসলে তারা এসেছে
শহর কোলাহল ছাড়িয়ে সারা জীবনের সঙ্গী বা সঙ্গিনীকে নিবিড় করে কাছে পেতে প্রথম
আবিষ্কারের স্বাদ চেটেপুটে গ্রহণ করতে চায়। তা সে বাসেই হোক আর বরফ ঢাকা পাহাড়ই
হোক, অথবা হোটেলের শীতোষ্ণ বিছানাই হোক। এ পাহাড় সে পাহাড় ডিঙিয়ে বাস যখন
নটরাজের সামনে এসে দাঁড়ালো তখন সন্ধে পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটা আটের ঘরে। গোলাপ কিন্তু অনেকক্ষণ থেকেই নয়নকে লক্ষ করছিল। পাহাড় যত সংক্ষিপ্ত হচ্ছিল,
হোটেলের দরজাটা যতই কাছে এগিয়ে আসছিল নয়নের সারাদিনের হাস্যোজ্জ্বল মুখটায় যেন
ক্রমাগত ছায়া নামতে শুরু করেছিল। -_-কী হয়েছে নয়ন? তুমি যেন বিশেষ কিছু ভাবছ? অন্যমনস্কতাকে পাশ কাটিয়ে নয়ন বলল,-__-কই না তো! -_-না, বললে তো হবে না! কিছু না হলেও পাঁচ বছর তোমার 4 মুখটা দেখছি। রেগুলার।
রেখাগুলোও পড়তে পারি। বল কী হয়েছে? তুমি কিন্তু কোনদিনও মলিন হয়ে থাকতে
ভালবাস না। ATT তো কিছু না। আসলে এই মুহূর্তে বাড়ির কথা মনে পড়ছিল। --মা-বাবার কথা? —2yl, ওনারা ছাড়া আমার নিজের আর কে আছে? --সেকী! একথা তুমি এখন বলতে পারছ? নয়ন চট্ করে কোন উত্তর না দিয়ে ছোট্ট একটা হাইতুলে বলল,-_বডড ঘুম পাচ্ছে। --এটা আমার প্রশ্নের জবাব নয় কিন্তু -_-তুমি যেন কী জিজ্ঞাসা করলে? ও হ্যা, কথাটা কিন্তু ঠিকই । বিয়ের আগে যতই আমরা
মেলামেশা করে থাকি না কেন, আমাদের বিয়ে হয়েছে মাত্র কদিন। দুজন দুজনকে একান্ত
করে কাছে পেয়েছি, সত্যি কথা বলতে কি, মাত্র গতরাত্রে। -_-তো? --এর মধ্যে তোমায় কতটুকু চিনতে পারব বল? সেই তুলনায় নিজের যাবা-মা। তারা
অনেক বেশি পরিচিত আমার ফাছে। তাদের সঙ্গে আমার জিনের বন্ধন। সো-_